টেলি অভিনেত্রী পায়েল দেব বিয়ে করেছেন সদ্য। পঞ্জাবি বর শেখর ট্যান্ডনের গলায় মালা দিয়েছেন অভিনেত্রী। আর পায়েলের বিয়েতে একাধিক টেলি তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি পায়েলকে উপহার দিতে ভুললেন না মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পায়েল-শেখরের বিয়ে আরও জমজমাট হয়ে যায়।
বৃহস্পতিবার অর্থাৎ ৫ ডিসেম্বর পায়েল ও শিখরের বিয়ের আসর বসে। গায়ে হলুদ থেকে বিয়ে সব ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। বিয়ের দিন একেবারে সাবেকি বাঙালি বধূর সাজেই ধরা দিয়েছিলেন পায়েল। বেনারসী শাড়ি, সঙ্গে ভারী সোনার গয়নায় দারুণ সুন্দর লাগছিল অভিনেত্রীকে। তবে পায়েলের বর শিখরকে দেখা গেল পঞ্জাবি বর হয়েই আসতে। বাঙালি রীতি-নীতি মেনেই বিয়ে হয় পায়েলের। বিয়েতে টেলিপাড়ার সব চেনা মুখেরাই উপস্থিত ছিলেন। তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিয়ের দিন পায়েল ও শিখরকে আশীর্বাদ করতে আসেন মুখ্যমন্ত্রী। নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি তাঁদের হাতে উপহারও তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়েল ও শিখরও মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন। নবদম্পতিকে সঙ্গে নিয়ে ছবিও তোলেন তিনি। প্রসঙ্গত, ৪ ডিসেম্বর পায়েলকে শাঁখা-পলা পরে আইবুড়ো ভাতের দিনই কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা যায়। আসলে মুখ্যমন্ত্রীর ডাকে অভিনেত্রী বিয়ের আগের দিনও এসেছিলেন চলচ্চিত্র উৎসবে। বরাবরই দিদির স্নেহধন্যা পায়েল। এর আগেও একাধিক অনুষ্ঠানে পায়েলের সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল। পায়েলের বাবা-মা'কে চিঠি লিখে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবারের বারবেলায় সামনে এসেছিল বর ও কনের গায়ে হলুদের ছবি। শিখরের গায়ে ছোঁয়ানো হলুদে নিজেকে রাঙালেন পায়েল। হল পুষ্প বৃষ্টিও। সাবেকি হলুদ পোশাকে টুইনিং দুজনের। দু-দিন আগেই আংটি বদল সারেন দুজনে। রীতিমতো ফিল্মি কায়দায় পায়েলকে আংটি পরান শিখর। পেশায় পোশাকের ব্যবসায়ী শিখর। গত বছর রথযাত্রার শুভ দিনে রোকা অনুষ্ঠান সম্পন্ন হয় পায়েল ও শিখরের। বিগত কয়েকদিন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ভরা ছিল আইবুড়ো ভাত ও প্রি ওয়েডিংয়ের ছবিতে। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে পায়েলকে। এছাড়াও এই পথ যদি না শেষ হয়, রাঙা বউ-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিয়ের প্রস্তুতির মাঝেও কাজ করেছেন রাজর্ষি দে-র আপকামিং ছবি 'ও মন ভ্রমণ'-এর।