Advertisement

Rahul-Priety: গাড়ির বনেটে বসে একরত্তি, মেয়ের মুখ সামনে আনলেন রাহুল-প্রীতি, কার মতো দেখতে?

Rahul-Priety: চলতি বছরের অগাস্টেই কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন টেলিভিশনের পাওয়ার কাপল রাহুল মজুমদার ও প্রীতি। তবে মেয়ের জন্মের পর থেকেই তাঁকে গোপনেই রেখেছিলেন এই তারকা দম্পতি। অন্য সব সেলেবদের মতো একরত্তির ঝলক মাঝে মাঝে সামনে নিয়ে আসলেও কখনও পুরো মুখ দেখাননি রাহুল-প্রীতি।

মেয়েকে সামনে নিয়ে এলেন রাহুল-প্রীতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2024,
  • अपडेटेड 8:32 PM IST
  • চলতি বছরের অগাস্টেই কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন টেলিভিশনের পাওয়ার কাপল রাহুল মজুমদার ও প্রীতি।

চলতি বছরের অগাস্টেই কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন টেলিভিশনের পাওয়ার কাপল রাহুল মজুমদার ও প্রীতি। তবে মেয়ের জন্মের পর থেকেই তাঁকে গোপনেই রেখেছিলেন এই তারকা দম্পতি। অন্য সব সেলেবদের মতো একরত্তির ঝলক মাঝে মাঝে সামনে নিয়ে আসলেও কখনও পুরো মুখ দেখাননি রাহুল-প্রীতি। তবে শীতের হিমেল হাওয়া গায়ে পড়ার আগেই মেয়ে আয়রা মজুমদারকে সকলের সামনে নিয়ে এলেন রাহুল-প্রীতি। 

টেলিভিশন জগতে দুজনেই খুব পরিচিত মুখ। তাঁদের অভিনয় বারবারই দর্শকদের মুগ্ধ করেছে। আর মা-বাবা অভিনয় পেশার সঙ্গে যুক্ত আর মেয়ে আইরা বাদ যায় কেন। একেবারে নায়িকাদের মতো পোজ দিয়েই ছবি তুলেছে খুদে। রবিবার বিকেলের দিকে একটি ছবি পোস্ট করেন রাহুল। গাড়ির বনেটে বসে রয়েছে একরত্তি। তাকে দু’দিক ধরে আগলে রেখেছেন মা ও বাবা। অবাক দৃষ্টিতে তাকিয়ে একরত্তি। রাহুল ক্যাপশনে লেখেন, ‘উন্মুক্ত বাহু ও হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের আনন্দকে... আলাপ করুন আয়রা মজুমদারের সঙ্গে।’

এই ছবি পোস্ট হতেই টেলিপাড়ার সকলে একরত্তিকে আদরে-ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। গোলু গোলু আইরা পরে রয়েছে বেবি পোশাক আর মাথায় টুপি। যতটা দেখে বোঝা যাচ্ছে আইরাকে দেখতে মা প্রীতির মতোই হয়েছে। এতদিন সকলেই অপেক্ষা করেছিলেন কবে রাহুল ও প্রীতি তাঁদের মেয়ের মুখ সামনে নিয়ে আসবে। ২০২০ সালে সাত পাকে বাঁধা পড়েন রাহুল-প্রীতি। জীবনের নতুন পথ চলা শুরু হয় গত ১৪ অগাস্ট। দুপুর ২টে ৪৮ মিনিটে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে একরত্তি আয়রা। 

এরপর সেপ্টেম্বরে রাহুল-প্রীতি জানান যে তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন আয়রা মজুমদার। এখন আপাতত রাহুল ও প্রীতি দুজনেই সেভাবে কোনও কাজ করছেন না। বরং পুরোটা সময় আয়রাকে দিচ্ছেন তাঁরা। রাহুলকে শেষবারের মতো দেখা গিয়েছিল হরগৌরী পাইস হোটেলে। এরপর তিনি সেই সিরিয়াল থেকে সরে আসেন। পিতৃত্বকালীন অবসর দারুণভাবে উপভোগ করছেন। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই রাহুল ছোটপর্দায় ফিরতে চলেছেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement