Advertisement

Sudip Mukherjee: পৃথাকে কোলে বসিয়ে আদর সুদীপের, অভিনেতার চেয়ে কত ছোট তাঁর দ্বিতীয় স্ত্রী?

Sudip Mukherjee: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। শ্রীময়ী সিরিয়ালে অনিন্দ্য ও জুন আন্টির রসায়ন দারুণভাবে জনপ্রিয় হয়েছিল। টলিউড থেকে টেলিভিশন সর্বত্রই তাঁর পরিচিতি যথেষ্ট। এই মুহূর্তে সুদীপ অভিনয় করছেন বধুয়াঁ ও রোশনাই দুটি ধারাবাহিকে। তবে মাঝে মাঝেই সুদীপ থাকেন চর্চার কেন্দ্রে।

সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী পৃথা সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2024,
  • अपडेटेड 4:55 PM IST
  • ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। শ্রীময়ী সিরিয়ালে অনিন্দ্য ও জুন আন্টির রসায়ন দারুণভাবে জনপ্রিয় হয়েছিল। টলিউড থেকে টেলিভিশন সর্বত্রই তাঁর পরিচিতি যথেষ্ট। এই মুহূর্তে সুদীপ অভিনয় করছেন বধুয়াঁ ও রোশনাই দুটি ধারাবাহিকে। তবে মাঝে মাঝেই সুদীপ থাকেন চর্চার কেন্দ্রে। আর এবার তো সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে আবারও চর্চিত অভিনেতা। 

সুদীপের স্ত্রী পৃথা সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে একেবারে আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন স্বামী-স্ত্রী। উইকএন্ডে সুদীপ ও তাঁর স্ত্রীর এমন ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পৃথা যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে একটি চেয়ারে বসে রয়েছেন সুদীপ আর তাঁর কোলে বসে পৃথা। স্ত্রীকে জড়িয়ে রয়েছেন সুদীপ। টেলি দুনিয়ায় সুদীপ ও পৃথা পাওয়ার কাপল নামেই পরিচিত। পৃথা সুদীপের চেয়ে বয়সে ছোট হলেও তাঁদের মধ্যে ভালোবাসা একটুও কমেনি। তাঁদের দুই পুত্রও রয়েছে। 

সুদীপ-পৃথার এই অন্তরঙ্গ মুহূর্ত চল্লিশ ছুঁইছুঁই কলকাতার পারদকে আরও খানিকটা বাড়িয়ে তুলল। কিন্তু জানেন সুদীপের চেয়ে পৃথা ঠিক কত বছরের ছোট? সুদীপের সঙ্গে পৃথার বয়সের ফারাক ২৫ বছর। ভালোবেসে বিয়ে, সুদীপের দিকে ভালোবাসার হাত বাড়িয়েছিলেন পৃথাই। পেশায় নৃত্যশিল্পী পৃথা। তাঁর নাচের জাদুতে মুগ্ধ হয়েই মন হারান সুদীপ। যদিও সুদীপের এটা দ্বিতীয় বিয়ে। সুদীপের প্রথম স্ত্রীও বিনোদন জগতের সঙ্গেই যুক্ত। 

২০২২ সালে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চেই নিজেদের দাম্পত্যের অজানা কথা তুলে ধরেছিলেন সুদীপ-পৃথা। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ইন্দ্রানী হালদারের বিপরীতে অভিনয়ের পর 'অনিন্দ্য' রূপে সুদীপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ভক্তেরা। কিছুদিন আগেই সুদাপ তাঁর শার্টলেস ছবি দিয়ে আলোড়ন ফেলেছিলেন নেট দুনিয়ায়। এই বয়সে এসে সুদীপের সুঠাম দেহ অন্যদের ঈর্ষার কারণ হতে পারে।

Advertisement

শ্রীময়ী ধারাবাহিকের অনিন্দ্য-জুন আন্টি জুটি ফের ফিরেছে বধুঁয়া সিরিয়ালে। এখানে অবশ্য তাঁরা স্বামী-স্ত্রী। আর এই সিরিয়ালের একটি ছবি পোস্ট করেছিলেন ঊষসী। যেখানে সুদীপের প্যান্টটা ছেঁড়া ছিল। তা নিয়ে ট্রোল কম হতে হয়নি অভিনেতাকে। পরে অবশ্য সেই ছবি সরিয়ে দেন সুদীপ ও ঊষসী দুজনেই। 

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement