Advertisement

Television Gossip: ডিভোর্সি-এক সন্তানের মা, দ্বিতীয় বিয়ে সারলেন 'দুই শালিক' খ্যাত খলনায়িকা

Television Gossip: টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক উইকেট ডাউন হচ্ছে ইন্ডাস্ট্রিতে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই শালিক খ্যাত অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি আইনি বিয়ে সেরে নিলেন। ছোটপর্দা থেকে বড়পর্দায় বেশ পরিচিত মুখ মল্লিকা।

দ্বিতীয় বিয়ে করলেন মল্লিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2024,
  • अपडेटेड 5:29 PM IST
  • টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক উইকেট ডাউন হচ্ছে ইন্ডাস্ট্রিতে।

টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক উইকেট ডাউন হচ্ছে ইন্ডাস্ট্রিতে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই শালিক খ্যাত অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি আইনি বিয়ে সেরে নিলেন। ছোটপর্দা থেকে বড়পর্দায় বেশ পরিচিত মুখ মল্লিকা। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। সম্প্রতি মল্লিকা তাঁর জীবন নতুন করে শুরু করলেন। দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আর তার আগে ডাক্তার পাত্রের সঙ্গে বাগদান পর্ব ও আইনি বিয়ে সারলেন। 

অগ্রহায়ণের হিমে ভেজা সন্ধ্য়ায় নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। পার্কস্ট্রিটের এক রেস্তোরাঁতে আংটি বদল ও আইনি বিয়ে সারলেন ‘সোহাগে সিঁদুর’ খ্যাত অভিনেত্রী মল্লিকা। ভালোবেসেই রুদ্রজিৎ রায়ের হাত ধরলেন মল্লিকা। রুদ্রজিৎ পেশায় চিকিৎসক, পাশাপাশি স্বাধীন পরিচালক। যদিও মল্লিকার এটা দ্বিতীয় বিয়ে।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

খুব ছোটবেলায় ভালোবেসে একজনকে বিয়ে করেছিলেন মল্লিকা। মেয়ের বয়স যখন ৯ বছর তখন পরকীয়া সম্পর্কে জড়ান স্বামী। ডিভোর্স হয় তাঁদের। এরপর লম্বা স্ট্রাগল। নতুন করে প্রেমে পড়েছিলেন, কিন্তু সেই সম্পর্কেও জুটেছিল মার। ছাড়তে হয়েছিল কাজ। তবে রুদ্রজিৎ তাঁর মনের ক্ষত সারিয়েছেন। দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে শুভকাজটা সেরে ফেললেন দুজনে। মায়ের নতুন জীবন শুরুর সাক্ষী থাকল মেয়ে এবং মল্লিকার দুই বোন, মালবিকা ও মোনালিসা।

মল্লিকা তাঁর বিশেষ দিনে কেরলের ট্রাডিশনাল সিল্ক শাড়িতে সেজেছিলেন। সঙ্গে মানানসই সোনার গয়না।  পাশে সাদা পাঞ্জাবি আর ধুতি স্টাইল প্যান্টে ধরা দিলেন মল্লিকার বর। এদিন মল্লিকার ছিমছাম বিয়েতে উপস্থিত ছিলেন টেলিভিশনের চেনা মুখেরা। জীবনে চলার পথে বারবার ঠকতে হয়েছে তাঁকে, তবে এখনও বিশ্বাস হারাননি অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। বেশ অনেকদিনের সম্পর্ক মল্লিকা ও রুদ্রজিৎ-এর। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁরা ছবি দিতেন। এখনও স্কুলের গণ্ডি পেরোয়নি মল্লিকা-কন্যা। ক্লাস টুয়েলভের ছাত্রী। মেয়েকে ঘিরেই অভিনেত্রীর গোটা জগত। মায়ের বিয়েতে জমিয়ে নাচল সে। 

Advertisement

খলনায়িকার বিয়ের আসরে হাজির দুই শালিকের দুই নায়িকা নন্দিনী ও তিতিক্ষা। এই মুহূর্তে 'গীতা এল এল বি'-তেও দেখা যাচ্ছে মল্লিকাকে ৷ এ ছাড়াও 'তুঁতে', 'সাহেবের চিঠি'-র মতো জনপ্রিয় মেগার অংশ থেকেছেন অভিনেত্রী। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement