বাংলা টেলি দুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। অদল বদল সিরিয়ালের সব স্লট। তাও আবার দর্শকদের পছন্দের সব সিরিয়াল। আর তা নিয়ে রীতিমতো শোরগোল ছোটপর্দায়। একদিকে যেমন নতুন নতুন সিরিয়াল আসছে তেমনি বন্ধ হচ্ছে জনপ্রিয় সিরিয়ালগুলো। এদিকে ধারাবাহিক বাড়লেও স্লটের অভাবে কার্যত মাথায় হাত পড়েছে চ্যানেল কর্তাদের। এই রকম পরিস্থিতিতে সন্ধ্যের একাধিক স্লটে আসছে নতুন সিরিয়াল। তাই বাধ্য হয়েই জি বাংলাকে সিরিয়াল থেকে নন ফিকশন শোয়ের সময় বদলাতে হল।
১১ নভেম্বর থেকে জি বাংলায় শুরু হতে চলেছে উদয়প্রতাপ সিং ও ঈশানীর নতুন সিরিয়াল পরীণিতা। অপরদিকে, আদৃত রায়ের নতুন সিরিয়াল মিত্তির বাড়িও শুরু হওয়ার কথা রয়েছে একই চ্যানেলে খুব শীঘ্রই। আর এই দুই সিরিয়ালের জন্য স্লট বদল হল সিরিয়াল থেকে নন-ফিকশন শোয়ের। প্রথমে সন্ধ্যা সাতটায় অর্থাৎ 'জগদ্ধাত্রী'র স্লটে আসার কথা ছিল 'পরিণীতা'র। কিন্তু শোনা যায়, প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী জানিয়ে দেন, দরকার হলে তিনি সিরিয়াল শেষ করে দেবেন, কিন্তু স্লট বদল করবেন না। তাই শেষমেষ 'নিম ফুলের মধু'কে সরিয়ে রাত আটটার স্লট দেওয়া হয় পরিণীতাকে।
এবার জেনে নিন তাহলে নিম ফুলের মধু সহ অন্যান্য সিরিয়াল ও শোগুলির স্লট কখন। 'নিম ফুলের মধু' আগামী ১১ নভেম্বর থেকে সন্ধ্যে ৬ টায় সম্প্রচারিত হবে, সিরিয়ালটি শুরুর প্রথম থেকেই এটি রাত ৮ টায় সম্প্রচার হত। 'পুবের ময়না' সন্ধ্যে ৬ টার বদলে সাড়ে ৫ টায় সম্প্রচারিত হবে আগামী সোমবার থেকে। নীল ও শ্যামোপ্তির 'অমর সঙ্গী' সিরিয়ালটি আগে দেখানো হত দুপুর আড়াইটে থেকে কিন্তু সোমবার থেকে সাড়ে তিনটের সময় দেখানো হবে।
সিরিয়ালের পাশাপাশি নন-ফিকশন শো 'দিদি নম্বর ১' ও 'রান্নাঘর'-এর সময়েরও বদল ঘটেছে। রান্নাঘরের মতও জনপ্রিয় শো-এর সময় বদলে ৪ টেয় দেখানো হবে যা বিকেল সাড়ে ৪ টেয় সম্প্রচার হত। জনপ্রিয় শো'দিদি নম্বর ১' বিকেল সাড়ে ৫ টায় সম্প্রচার না হয়ে সোমবার থেকে সম্প্রচারিত হবে বিকেল সাড়ে ৪ টেয়। আগামীতে আসতে চলেছে মিত্তির বাড়ি, তবে এটা কোন স্লটে দেখানো হবে সেটা এখনও চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়নি।