Advertisement

রাজ-সোহম-সায়নী-জুন-অদিতি-কাঞ্চন-সহ এক ঝাঁক তারকা প্রার্থী ঘোষণা তৃণমূলের

শুক্রবার কালীঘাটে নিজের বাসভবন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উঠে আসে একের পর এক তারকা প্রার্থীর নাম। তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তী, সায়ন্তিা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, অদিতি মুন্সি, কৌশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া প্রমুখ।

তারকা প্রার্থী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2021,
  • अपडेटेड 3:31 PM IST
  • তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তী, সায়ন্তিা বন্দ্যোপাধ্যায়
  • সায়নী ঘোষ, অদিতি মুন্সি, কৌশানী মুখোপাধ্যায়
  • কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সোহম চক্রবর্তী প্রমুখ।

প্রত্যাশা মতোই এক ঝাঁক টলিউড তারকাকে নির্বাচনের টিকিট দিল তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার কালীঘাটে নিজের বাসভবন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই উঠে আসে একের পর এক তারকা প্রার্থীর নাম। তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, অদিতি মুন্সি, কৌশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সোহম চক্রবর্তী প্রমুখ।

এত দিন সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে বহু জল্পনা ছিল। আপাতত সে সবের অবসান। এক নজরে দেখে নিন কে কোনও কেন্দ্র থেকে লড়ছেন আসন্ন বিধানসভা নির্বাচনে -

  • মেদিনীপুর কেন্দ্র থেকে লড়বেন অভিনেত্রী জুন মালিয়া।
  • বিজেপি নেতা অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়বেন পরিচালক রাজ চক্রর্তী।
  • বাঁকুড়ার প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
  • উত্তরপাড়া থেকে ভোটে লড়বেন অভিনেতা কাঞ্চন মল্লিক।
  • বৃহস্পতিবার ৩ মার্চ তৃণমূলে যোগ দেওয়া শিল্পী অদিতি মুন্সি রাজারহাট গোপালপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন।
  • সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন আসানসোলের নেতা জিতেন্দ্র তেওয়াড়ি। আর আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে ভোট ময়দানে দেখা যাবে অভিনেত্রী সায়নী ঘোষ-কে।
  • কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
  • পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তী।
  • সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী লাভলি মৈত্র-কে।

বিজেপি শিবিরেও টলিউডের বেশ কিছু নামী মুখ রয়েছেন, যাঁদের এ বারের নির্বাচনে লড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে বহু কেন্দ্রেই তারকার দ্বৈরথ দেখার সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement