Advertisement

Actor Dev: দেবকে দেখেই কান্না তরুণীর, ফ্যানকে শান্ত করতে কী করলেন নায়ক? VIRAL VIDEO

Actor Dev: ২০ ডিসেম্বর মুক্তি পাবে 'খাদান'। আর তার আগে গোটা বাংলায় জবরদস্ত প্রচার চালাচ্ছে পুরো 'খাদান' টিম। বাস ভাড়া করে রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছেন দেব-ইধিকা, যিশুরা। আর এখানেই দেখা গেল বারাসাত টু হাওড়া, মধ্যমগ্রাম টু মালদা দেবের মহিলা ফ্যানের সংখ্যা নেহাত কম নয়।

দেবকে দেখে কান্না তরুণীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Dec 2024,
  • अपडेटेड 12:28 PM IST
  • ২০ ডিসেম্বর মুক্তি পাবে 'খাদান'। আর তার আগে গোটা বাংলায় জবরদস্ত প্রচার চালাচ্ছে পুরো 'খাদান' টিম।

২০ ডিসেম্বর মুক্তি পাবে 'খাদান'। আর তার আগে গোটা বাংলায় জবরদস্ত প্রচার চালাচ্ছে পুরো 'খাদান' টিম। বাস ভাড়া করে রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছেন দেব-ইধিকা, যিশুরা। আর এখানেই দেখা গেল বারাসাত টু হাওড়া, মধ্যমগ্রাম টু মালদা দেবের মহিলা ফ্যানের সংখ্যা নেহাত কম নয়। সুপারস্টারকে একবার ছুঁয়ে দেখার উন্মাদনা তাঁদের মধ্যে প্রবল। সেরকমই এক মহিলা অনুগামীকে নিজের হাতে জল দিলেন দেব। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নিল না। 

'খাদান' মুক্তির আগেই এই ছবি যে বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে তার আভাস এই বেঙ্গল ট্যুরেই পাওয়া যাবে। দেবের প্রতি তাঁর ভক্তদের অগুণিত ভালোবাসা দেখে অভিনেতা নিজেও ভীষণ আপ্লুত। প্রচারের ফাঁকেই চলছে ভক্তদের সঙ্গে সেলফি সেশন। দেব কাউকেই নিরাশ করছেন না, যতটা পারছেন ভক্তদের আবদার মেটানোর চেষ্টা করছেন তিনি। 

সম্প্রতি 'খাদান' ছবির প্রচারে পুরো টিম গিয়েছিল হাওড়াতে। আর সেখানেই দেবের বাসে উঠে পায়ে লুটিয়ে পড়েন এক তরুণী। শুধু তাই নয়, দেবকে দেখে কেঁদেই ফেলেন তিনি। ভিড় ঠেলে দেবের খাদান বাসের কাছে যান ওই তরুণী, এরপর দেবকে সামনে পেয়ে প্রথমে জড়িয়ে ধরেন তাঁকে। এরপরই দেবের পায়ে লুটিয়ে পড়েন তরুণী, এরপর দেব তাঁকে উঠিয়ে শান্ত করে জলের বোতল হাতে দেন। দেবকে দেখে শান্ত হয়ে বাস নেমে যান ওই তরুণী। কিছু দিন আগেই এমন এক ঘটনা দেখেছে অনুরাগীরা। যেখানে নায়ককে দেখে রীতিমতো কান্নায় ভাসিয়েছিলেন এক তরুণী।

উল্লেখ্য, বহুদিন পরে দেবের সঙ্গে দেখা যাবে অভিনেতা যিশু সেনগুপ্ত। এই ছবির মাধ্যমে প্রথম বার ইধিকা পালকে দেখা যাবে বড় পর্দায়। ২০ ডিসেম্বর মুক্তি পাবে 'খাদান'। ইতিমধ্যেই দেব-ইধিকা জুটি সুপারহিট। তাঁদের কিশোরী গানটি গত ৭দিনে ৭০ লক্ষের বেশি ভিউ দিয়েছে। শুক্রবারই দেব ফেসুবক লাইভে এসে তাঁদের খাদান বেঙ্গল ট্যুরের সফলতার কথা জানান। তারকা বলেন, 'বেঙ্গল ট্যুরের শুরুর সময় আমরা ভাবছিলাম, আমরা তো বের হচ্ছি, লোকে কি বের হবে? বাংলা ছবির দর্শক, যাঁরা সিনেমা হলে এসে ছবি দেখেন, তা খুবই লিমিটেড। আমি কয়েক বছর আগে মন্তব্য করেছিলাম, বাংলা ছবির দর্শক ও বাংলার দর্শক একেবারে আলাদা। বাংলা ছবির দর্শক, যাঁরা হলে এসে বাংলা ছবি দেখে, বাংলার দর্শক যাঁরা হলে এসে সমস্ত ছবি দেখে। 'পুষ্পা' দেখে, 'স্ত্রী ২' দেখে। আরও যে হিন্দি ছবি আসবে বা হলিউড ছবি আসবে সেটা দেখবে। লোকজনকে আমি কীভাবে আমার ছবিটা দেখাব, যাঁরা দেবকে দেব বানিয়েছে, আমিও সেই ছবিগুলো মিস করেছি। সঙ্গে যাঁরা আমার প্রধান দেখেছে, টনিক দেখেছে, তাঁদের কীভাবে বোঝাবো, এটাও আপনাদের ছবি। আমরা যেভাবে রেসপন্স পাচ্ছি, ভাবিনি এমনটা হবে। সবাইকে ধন্যবাদ।' 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement