Advertisement

Jeet: বাংলাদেশের ছবিতে ডেবিউ করছেন জিৎ, বিপরীতে কোন নায়িকা?

Jeet: টলিউডে জিৎ মানেই অ্যাকশন, মারপিট ও ডান্স। তিনি দর্শকের কাছে সুপারস্টার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাদের সঙ্গে অভিনয় করার পাশাপাশি বাংলাদেশী নায়িকাদের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। তবে শোনা যাচ্ছে এবার ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করবেন জিৎ।

জিৎ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2024,
  • अपडेटेड 9:47 AM IST
  • টলিউডে জিৎ মানেই অ্যাকশন, মারপিট ও ডান্স।

টলিউডে জিৎ মানেই অ্যাকশন, মারপিট ও ডান্স। তিনি দর্শকের কাছে সুপারস্টার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাদের সঙ্গে অভিনয় করার পাশাপাশি বাংলাদেশী নায়িকাদের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। তবে শোনা যাচ্ছে এবার ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করবেন জিৎ। তুফান খ্যাত পরিচালক-প্রযোজক রায়হান রাফীর আগামী সিনেমায় দেখা যেতে পারে জিৎকে। আর সেটা যদি হয় তাহলে এই সিনেমার মাধ্যমেই জিৎ-এর বাংলাদেশের সিনেমায় ডেবিউ হবে। 

শাকিব-মিমির তুফান ছবিটি দুই বাংলাতেই দারুণভাবে হিট হয়েছিল। এই ছবির দুষ্টু কোকিল ও লাগে উরা ধুরা গানটি দারুণ হিট হয়। এক সংবাদমাধ্যমকে রাফি জানিয়েছেন যে তিনি এই নিয়ে জিতের সঙ্গে একাধিকবার মিটিং-আলোচনা করেছেন। খুব ইন্টারেস্টিং কিছু করবেন পরিচালক যেটা আগে কোনওদিন করেননি জিৎ। পরিচালক প্রতিবারই নতুন কিছু করেন বলেই তাঁর পরাণ, তুফান, সুড়ঙ্গ ব্লকবাস্টার। রাফি জানিয়েছেন এর আগে তিনি মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন এবার বাংলার সুপারস্টার জিৎ-এর সঙ্গে কাজ করবেন। তাঁর আশা, দুই বাংলাতেই ছবিটা ব্লকবাস্টার হবে।

এখনও এই ছবি নিয়ে কোনও ঘোষণা করা হয়নি পরিচালক বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। এই ছবির প্রযোজনায় রয়েছেন শ্যাম সুন্দর দে। শোনা যাচ্ছে ছবির নাম লায়ন। শোনা যাচ্ছে, এই ছবিতে জিৎ-এর সঙ্গে থাকতে পারেন চঞ্চল চৌধুরীও। তবে জিৎ-এর সঙ্গে এই ছবিতে এপার বাংলার নাকি পদ্মাপারের কোনও অভিনেত্রী থাকবে সেটা এখনও জানা যায়নি। এই বছরই ছবির শ্যুটিং শুরু করে দেওয়ার ইচ্ছে রয়েছে পরিচালকের। যাতে আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পেতে পারে। প্রসঙ্গত, শাকিব খান নিজের ছবির প্রচারে যখন কলকাতা এসেছিলেন, তখন বলেছিলেন, ‘জিত্‍ সুপারস্টার। বাণিজ্যিক ঘরানার ছবিতে জিত্‍ যেভাবে কাজ করেন, সেটা আমার দারুণ লাগে।’ 

তবে জিতের সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে এখন সেটা নিয়েই দর্শকদের মধ্যে কৌতুহল তুঙ্গে। এই বছর জিতের অনুরাগীরা ‘বুমেরাং’ দেখেছেন। যেখানে জিতের বিপরীতে দেখা গিয়েছিল রূক্মিণীকে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে জিতের বাংলাদেশের ছবিতে ডেবিউ হতে আর বেশিদিন বাকি নেই বললেই চলে।    

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement