গত বছরের পুজোতেও একসঙ্গে দেখা গিয়েছিল টলিউডের পাওয়ার কাপল যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনাকে। সপরিবারে পুজোটা কাটিয়েছিলেন যীশু-নীলাঞ্জনা তাঁদের আবাসনের পুজোতে। কিন্তু এই বছরের পুজোটা একেবারেই অন্যরকম যিশু-নীলাঞ্জনার জীবনে। গত দু-তিনমাস ধরে তাঁরা একসঙ্গে একছাদের তলায় আর থাকেন না। নীলাঞ্জনা তাঁর দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে থাকেন আলাদা আর যিশু থাকেন আলাদা। তাঁদের দাম্পত্যে চিড় ধরেছে তা অনেকদিনই হল। এবার তাই বাড়িতে একা হাতেই গণেশ পুজোর আয়োজন করেছিলেন নীলাঞ্জনা। কিন্তু দুর্গাপুজো?
পুজোর দিনগুলিতে কলকাতায় থাকার প্ল্যান করেননি নীলাঞ্জনা। দুই মেয়েকে নিয়ে মুম্বইতে বোন চন্দনা ভৌমিকের কাছে চলে গিয়েছেন তাঁরা। পুজোর কটা দিন সেখানেই কাটানোর প্ল্যান রয়েছে। নীলাঞ্জনা নিজেও মুম্বইয়ের মেয়ে। তবে যিশুর সঙ্গে বিয়ের পর মায়ানগরীর জীবন যাপন ছেড়ে কলকাতাতেই বসবাস শুরু করেন। পুজোতে সাধারণত কলকাতাতেই থাকতেন নীলাঞ্জনা ও তাঁর দুই মেয়ে। কিন্তু এই বছর পুজোর আবহটা একেবারেই অন্যরকম। দুই মেয়ের সঙ্গে বাবা নেই। তাই পুজোর কটা দিন মুম্বইতেই কাটাবেন তাঁরা।
নীলাঞ্জনার বোন চন্দনা তাঁর স্টোরিতে দিদি ও তাঁর দুই মেয়ের মুম্বইতে আসার খবর জানিয়েছেন। সারাও তাঁর ইনস্টা স্টোরিতে পঞ্চমীর লাঞ্চের ছবি শেয়ার করেন। তাঁরা দক্ষিণ ভারতীয় খাবার খাচ্ছেন। প্রসঙ্গত, সারা ইতিমধ্যেই মডেলিং দুনিয়ায় সাড়া ফেলেছেন। তাঁর গ্ল্যাম লুকস সকলকে তাক লাগিয়ে দিয়েছে। বিজ্ঞাপন দুনিয়াতে ডেবিউ করেছেন সারা। এর আগেও সারাকে সৃজিতের উমা ছবিতে দেখা গিয়েছিল। সেখানে যিশু সেনগুপ্তই হয়েছিলেন সারার বাবা।
বর্তমান সময়ে বলিউডে ও দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত। বেশিরভাগ সময়েই তিনি থাকেন কলকাতার বাইরে। নীলাঞ্জনার সঙ্গে লেক গার্ডন্সের ফ্ল্যাটেও থাকেননা যিশু। সম্পর্ক নেই দুই মেয়ের সঙ্গেও। সারা ও জারা দুজনেই মায়ের সঙ্গেই থাকেন। প্রথমদিকে যিশুর সঙ্গে নীলাঞ্জনার সম্পর্কে ভাঙনের কারণ হিসাবে উঠে এসেছিল তৃতীয় একজনের নাম। তবে শোনা যাচ্ছে সেটা নাকি কারণ নয়। সম্পূর্ণ দাম্পত্য কলহের জেরেই নাকি ভাঙছে তাঁদের বিয়ে। তা হলে সেনগুপ্ত পরিবারে ভাঙনের নেপথ্য কারণ কী? শোনা যাচ্ছে, নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপরে। দীর্ঘ দিন ধরে সেই আচরণ সহ্য করার পর ক্রমশ মন বিষিয়ে উঠছিল অভিনেতার। ভিতরে ভিতরে তিনি দূরে সরে যাচ্ছিলেন নীলাঞ্জনার থেকে। এই বিচ্ছেদ নাকি তারই ফসল। সারা সেনগুপ্ত সেই সময় মাকে সমর্থন জানিয়েছেন। এত কিছুর পরেও যিশু কিন্তু মুখ খোলেননি। প্রসঙ্গত, যিশুকে শহরের এক পুজো মণ্ডপে দেখা গিয়েছে সোমবার।