লড়াই টা কী তবে রুক্মিণী বনাম কঙ্গনা। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমা প্রেমীরা এই লড়াইটাই দেখতে পাবেন। বুঝতে পারলেন না তো, তাহলে বিষয়টা খোলসা করেই বলা যাক। টলিউড তথা প্যান ইন্ডিয়া বেস নটী বিনোদিনীকে নিয়ে ছবি করতে চলেছেন মুম্বইয়ের পরিচালক রামকমল মুখোপাধ্যায়, এটা এতদিনে সকলেই জেনে গিয়েছেন। সামনে এসেছে বিনোদিনী রূপে রুক্মিণী মৈত্রর লুকস। কিন্তু টুইস্ট শোনা গেল সম্প্রতি। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি নটী বিনোদিনীকে নিয়ে সিনেমা হতে চলেছে। আর সেখানে দেখা যেতে পারে কঙ্গনা রানাওয়াতকে। আর জানেন ক্যামেরার পিছনে কে রয়েছেন? নামটা শুনলে চমকে যাবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালনা করতে চলেছেন নটী বিনোদিনীর জীবন-নির্ভর ছবি।
প্রসঙ্গত, প্রসেনজিৎ যে পরিচালনায় ফিরবেন সে কথা নিজের জন্মদিনেই ঘোষণা করেছিলেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আগামী বছরই ক্যামেরার পিছনে অভিনেতাকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক দশকে প্রসেনজিৎকে নানা শেডের চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকেরা। তাঁর প্রতিভা থমকে ছিল না টলিউডে, তিনি বলিউডেও তিনি পা বিছিয়েছেন। আর সেখানেও তিনি প্রশংসিত ও সম্মানিত। তবে এর আগেও প্রসেনজিৎকে পরিচালকের দায়িত্ব নিতে দেখা গিয়েছিল। নব্বইয়ের দশকে পুরুষোত্তম নামে একটি ছবি পরিচালনা করেছিলেন তিনি, যেখানে তিনি নিজেই দেবশ্রী রায়ের বিপরীতে ছিলেন। তবে এবার শুধুই পরিচালনা করবেন বলেই শোনা গিয়েছে।
বাংলায় রামকমলের হাত ধরে টলিউড দর্শক নটী বিনোদিনীকে যেমন পাবে, তেমনি প্রসেনজিৎ বলিউডকে উপহার দেবেন তাঁর পরিচালিত ছবি বিনোদিনী। এক সর্বভারকীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নটী বিনোদিনীর পরিকল্পনা, চিত্রনাট্য তৈরি করে গিয়েছিলেন পরিচালক প্রদীপ সরকার। তাঁর মৃত্যুর পর সেই কাজের দায়িত্বই প্রসেনজিৎ নিজের কাঁধে নিচ্ছেন। এখন গোটা ব্যাপারটাই খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। শ্যুটিং কলকাতায় হবে বলেই জানা গিয়েছে। তার জন্য রেকির কাজও শুরু হয়ে গিয়েছে। তবে শ্যুটিং কবে থেকে শুরু হবে সেটা এখনও জানা যায়নি।
পুজোর সময়ই প্রসেনজিৎ-এর দশম অবতার মুক্তি পেয়েছে। তা বক্স অফিসে দারুণভাবে সফল হয়েছে। সৃজিতের পরিচালনায় দর্শক ফিরে পেয়েছেন ইনস্পেক্টর প্রবার রায়চৌধুরীকে। তাঁর অভিনয় মুগ্ধ করেছে আপামর বাঙালিকে। এরই মধ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বহু বছর পর জুটি বাঁধতে দেখা যাবে প্রসেনজিৎকে। যার শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে।