Advertisement

Tollywood Actress Death: টেলি-অভিনেত্রীর রহস্যমৃত্যু! ঝুলন্ত দেহ উদ্ধার 'সিরাজের বেগম'-র

জনপ্রিয় টেলি-অভিনেত্রীর মৃত্যুতে রহস্য। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমি সিরাজের বেগম-সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন পল্লবী দে।

পল্লবী দে। পল্লবী দে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2022,
  • अपडेटेड 2:44 PM IST
  • টেলি-অভিনেত্রীর রহস্যমৃত্যু।
  • গড়ফার আবাসনের ঘরে উদ্ধার ঝুলন্ত দেহ।
  • মৃত্য়ুর কারণ স্পষ্ট নয়।

টেলি-দুনিয়ায় শোকের ছায়া। রবিবার সকালে গড়ফায় আবাসনের ঘর থেকে উদ্ধার করা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ। আত্মহত্যা না খুন তা এখনও স্পষ্ট নয়। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বর্তমানে ‘মন মানে না’ নামে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী।     

টেলিভিশন কেরিয়ার অল্প সময়ের হলেও একাধিক বড় চরিত্রে অভিনয় করেছেন পল্লবী। কালারস বাংলা-র 'রেশমঝাঁপি' ধারাবাহিকে তাঁর অভিনয় জীবনের সূচনা। তার পরই নায়িকার ভূমিকায় 'আমি সিরাজের বেগম'-এ। বাংলার নবাব সিরাজের বেগম লুৎফার চরিত্রে পল্লবীর অভিনয় প্রশংসিত হয়েছিল। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘মন মানে না’ নামে ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছিল পল্লবীকে। সেই চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে,বৃহস্পতিবার পর্যন্ত শ্যুট করেছিলেন পল্লবী। কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি।  

হাওড়ার রামরাজাতলার বাসিন্দা পল্লবী। প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে লিভ-ইনে থাকতেন গড়ফার ফ্ল্যাটে। গত ২৭ এপ্রিল তাঁরা ওই ফ্ল্যাটে উঠেছিলেন। এক মাসও হয়নি। ঘটনার পর সাগ্নিককে জেরা করছে পুলিশ। পল্লবীর ভাই জানান, কীভাবে এই ঘটনা ঘটল সেটা বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছি। 

আরও পড়ুন

আমি সিরাজের বেগম সিরিয়ালে পল্লবী।

আরও পড়ুন- মাত্র ২০ বছরেই সব শেষ! রহস্যমৃত্যু দক্ষিণী ছবির অভিনেত্রীর

 

 

Read more!
Advertisement
Advertisement