Advertisement

Priyanka Sarkar: সঙ্গে নেই রাহুল, কার সঙ্গে পুলের জলে ডুব দিলেন প্রিয়াঙ্কা? VIDEO

Priyanka Sarkar: গত বছরই রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব মান-অভিমান ভুলে ফের সম্পর্ক জোড়া লেগেছে প্রিয়াঙ্কা সরকারের। দুজনে একও এক ছাদের তলায় না থাকলেও সময় পেলেই রাহুল-প্রিয়াঙ্কা ছেলে সহজকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন। তবে অনেক ছোট বয়স থেকে সহজ যেহেতু তাঁর মা প্রিয়াঙ্কার কাছেই বড় হয়েছেন তাই মায়ের সঙ্গে ছেলের সম্পর্কটা একটু বিশেষ।

প্রিয়াঙ্কা সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2024,
  • अपडेटेड 12:42 PM IST
  • গত বছরই রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব মান-অভিমান ভুলে ফের সম্পর্ক জোড়া লেগেছে প্রিয়াঙ্কা সরকারের।

গত বছরই রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব মান-অভিমান ভুলে ফের সম্পর্ক জোড়া লেগেছে প্রিয়াঙ্কা সরকারের। দুজনে একও এক ছাদের তলায় না থাকলেও সময় পেলেই রাহুল-প্রিয়াঙ্কা ছেলে সহজকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন। তবে অনেক ছোট বয়স থেকে সহজ যেহেতু তাঁর মা প্রিয়াঙ্কার কাছেই বড় হয়েছেন তাই মায়ের সঙ্গে ছেলের সম্পর্কটা একটু বিশেষ। আর শত ব্যস্ততার মাঝেও প্রিয়াঙ্কা ছেলেকে সময় দিতে একদমই ভোলেন না। এবারও ছেলে সহজকে নিয়ে মা প্রিয়াঙ্কাকে দেখা গেল সুন্দর এক সময় কাটাতে। 

সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে ছেলে সহজের সঙ্গে পুলের জলে মজা করতে দেখা গিয়েছে। আকাশি নীল রঙের সুইম স্যুটে প্রিয়াঙ্কা ছেলের সঙ্গেই পুলের জলে খুনসুটি করছেন ভরপুর। মায়ের গায়ে জল ছেটাচ্ছেন সহজ আবার কখনও বা প্রিয়াঙ্কা সাঁতার কাটছেন। একেবারে নো মেকআপ লুকেই ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। এই ভিডিও দেখে এটা স্পষ্ট যে প্রিয়াঙ্কা কোনও হোটেল বা রিসর্টের সুইমিং পুলে সময় কাটাচ্ছিলেন। 

তবে শুধু পুলের জলেই নয়, প্রিয়াঙ্কা ও সহজকে বোটিং করতে দেখা গিয়েছে। আবার টোটো করে দুজনে ঘুরতেও বেড়িয়েছিলেন। এই ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, স্মৃতি তৈরি করছি। তবে প্রিয়াঙ্কা ও সহজের সঙ্গে রাহুলকে দেখা যায়নি। যদিও এটা প্রথম নয়, এর আগেও মা-ছেলে একাই ঘুরতে বেড়িয়ে গিয়েছেন। কখনও নর্থ বেঙ্গল আবার কখনও শান্তিনিকেতন। সম্প্রতি রাহুল ও প্রিয়াঙ্কা ছেলে সহজকে নিয়ে পাহাড়ে গিয়েছিলেন ঘুরতে। সেখান থেকেও ছবি শেয়ার করেছিলেন তাঁরা। 

গত বছরেই রাহুল-প্রিয়াঙ্কা ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা অবশ্যই তাঁদের ছেলে সহজের জন্য। তবে প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তাঁরা চেষ্টা করছেন একসঙ্গে থাকার। ভবিষ্যতে জানেন না কী হবে। তবে এখনও তাঁরা কেউই একসঙ্গে থাকা শুরু করেননি। সময় পেলে একসঙ্গে সময় কাটান রাহুল-প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, চিরদিনই তুমি যে আমার সিনেমা থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। এরপর প্রিয়াঙ্কা একপ্রকার পরিবারের অমতেই রাহুলকে বিয়ে করেন। তবে সহজ হওয়ার কিছুদিনের মধ্যেই তাঁদের মধ্যে দুরত্বের সৃষ্টি হয়। এরপরই তাঁদের ডিভোর্সের কেস চলতে থাকে আদালতে। যার সমাধান হয় গত বছর।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement