টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা সরকার। চিরদিনই তুমি যে আমার থেকে শুরু হয় তাঁর বিনোদন জগতের সফর। এরপর একের পর এক সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। নিজের চেনা গণ্ডী থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা একেবারে ছকভাঙা লুকসে ধরা দিলেন সম্প্রতি। আর অভিনেত্রীর এই কিলার অবতার সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছে।
প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারতেই দেখা যাবে তাঁর সাম্প্রতিক ছবি। ডেনিম জ্যাকেট ও জিন্স পরেছেন লজ্জা-র নায়িকা। কাঁধ থেকে খুলে পরছে জিন্সের জ্যাকেট। খোলামেলা শরীরি আবেদনেই নেট দুনিয়ায় আগুন লাগালেন তিনি। গায়ে থাকছেই না জ্যাকেট, আর এভাবেই একের পর এক কিলার পোজে সকলকে ঘায়েল করেছেন প্রিয়াঙ্কা। তবে এই প্রথম নয়, প্রিয়াঙ্কাকে এর আগেও বোল্ড অবতারে দেখা গিয়েছে।
চিরদিনই তুমি যে আমার ছবির স্কুলগার্ল চরিত্র থেকে লজ্জা ওয়েব সিরিজের সাদামাটা গৃহবধূ, যিনি স্বামীর কাছে মানসিকভাবে নির্যাতিত, সেই চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয়াঙ্কা। এই মুহূর্তে বেশ কিছু প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। কিছুদিন আগেই পুরুলিয়া থেকে শ্যুটিং সেরে ফিরলেন। ভামিনী ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে মারাঠি অভিনেতার সঙ্গে। শুধু তাই নয়, পরিচালক রোহন সেনের হাত ধরে প্রিয়াঙ্কা অভিনয় করবেন ইশা সাহার সঙ্গে। শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
পেশাগতর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও পরিবর্তন হয়েছে প্রিয়াঙ্কার। একটা সময় স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স কেস চলছিল। তবে এখন শুধুমাত্র তাঁদের ছেলে সহজের কথা ভেবেই ফের একসঙ্গে সংসার করছেন রাহুল-প্রিয়াঙ্কা। ছেলে সহজকে একা হাতেই মানুষ করেছেন তিনি। মাঝে মাঝেই কাজ থেকে ছুটি পেলেই ছেলে সহজকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা। চলতি বছরের গোড়াতেই ছেলে সহজকে নিয়ে শান্তিনিকেতন গিয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেখানেই আদিবাসীদের সঙ্গে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে।