Advertisement

Subhashree Ganguly: রাজের সঙ্গে দার্জিলিঙে শুভশ্রী, ধরা দিলেন নো মেকআপ লুকে

Subhashree Ganguly: অভিনয় আর সংসার, এই দুই বিষয়কে দারুণভাবে ব্যালেন্স করে চলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একদিকে যেমন অভিনয়কে সামলান দক্ষ হাতে তেমনি দুই সন্তানের মায়ের দায়িত্ব তিনি পালন করেন। তবে এইসবের মাঝে মনটা উড়ু উড়ু করে বইকি। আর তাই সুযোগ পেতেই টুক করে ঘুরে এলেন দার্জিলিংয়ে।

দার্জিলিং-এ মেকআপ ছাড়াই ঘুরলেন শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2024,
  • अपडेटेड 11:14 AM IST
  • অভিনয় আর সংসার, এই দুই বিষয়কে দারুণভাবে ব্যালেন্স করে চলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

অভিনয় আর সংসার, এই দুই বিষয়কে দারুণভাবে ব্যালেন্স করে চলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একদিকে যেমন অভিনয়কে সামলান দক্ষ হাতে তেমনি দুই সন্তানের মায়ের দায়িত্ব তিনি পালন করেন। তবে এইসবের মাঝে মনটা উড়ু উড়ু করে বইকি। আর তাই সুযোগ পেতেই টুক করে ঘুরে এলেন দার্জিলিংয়ে। আসলে শুভশ্রীর পরিচালক-স্বামী রাজ চক্রবর্তীর আগামী হিন্দি প্রজেক্ট পরিণীতা-এর শ্যুটিং ছিল পাহাড়ে। আর সেই সুযোগে শুভশ্রী ও রাজের বন্ধুরা মিলে দুদিনের ছুটি কাটিয়ে এলেন শৈলশহরে। 

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্ধোধনের দিন তাই দেখা যায়নি রাজ ও শুভশ্রীকে। কারণ তাঁরা সেই সময় দার্জিলিংয়ে ছিলেন। একদিকে শ্যুটিং আর অন্যদিকে চুটিয়ে ছুটি উপভোগ করলেন তাঁরা। পরিচালক-স্বামী যখন শ্যুটিংয়ে ব্যস্ত তখন দার্জিলিংয়ে নানান মেজাজে ধরা দিলেন শুভশ্রী। যার ঝলক তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে কখন রাজের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন আবার কখনও বা বন্ধুদের সঙ্গে কোল্ড কফি খাচ্ছেন আবার কখনও বা নৌ মেকআপ লুকে মিরর সেলফি আবার কখনও হোটেল রুমের সাদা বিছানায় রিল্যাক্স মোডে অভিনেত্রী। এই ছবিগুলো শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লেখেন, দার্জিলিং ফটো ডাম্প। 

দার্জিলিংয়ে গিয়ে শুভশ্রী মজেছিলেন ম্যাগি-মোমোতে। আর সঙ্গে দেখেছেন শ্যুটিংও। তবে এই শর্ট দার্জিলিং ট্রিপে ইউভান-ইয়ালিনি গিয়েছেন কিনা তা জানা যায়নি। কারণ ছবিগুলোতে তাঁদের দেখতে পাওয়া যায়নি। তবে শুধু শুভশ্রী নয়, রাজও দার্জিলিং থেকে তাঁর পরিণীতা-র শ্যুটিংয়ের বেশ কিছু ঝলক তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া পেজে। পরিচালকের এটাই প্রথম হিন্দি প্রজেক্টে কাজ। তবে শ্যুটিং সেরে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে তাঁদের। কারণ কলকাতা চলচ্চিত্র উৎসবের পাশাপাশি চলছে রাজের ছবি সন্তান-এর প্রচারের কাজও। যেখানে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। 

Advertisement

কিছুদিন আগেই মেয়ে ইয়ালিনির ১ বছরের জন্মদিন পালন করলেন রাজ-শুভশ্রী। ঘরোয়া আয়োজনেই এ বার মেয়ের জন্মদিন সেলিব্রেট করেছেন তাঁরা। জগন্নাথ দেবের আরাধনা, পুষ্পাভিষেক করেছেন তাঁরা। কিছু কাছের মানুষ ছিলেন সঙ্গী। নিরামিষ ভোজ ও কেক কাটিং দিয়েই জন্মদিন পালন হয় ইয়ালিনির। এ বার দার্জিলিং ট্রিপেও একঝাঁক বন্ধুদের দেখা গেল তাঁদের সঙ্গে। পাহাড়ের কোলে শীতের এই সুন্দর মুহূর্ত যে জমিয়ে উপভোগ করছেন তা বলাই যায়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement