টলিপাড়ায় স্বস্তিকা মুখোপাধ্যায় পরিচিত ঠোঁটকাটা নামে। জীবনকে পরিচালনা করেন অভিনেত্রী একেবারে নিজের মতো করে। কারোর কোনও বাধা-নিষেধে চলতে নারাজ অভিনেত্রী। কখনও ভীষণ খুশি আবার কখনও বা আবেগে ভেসে চলেন, যার ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। পুজোর আগেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা, যেখানে নায়িকাকে দেখা গিয়েছে ইরা চরিত্রে। প্রশংসিত হয়েছেন তিনি। শিশুদিবসের দিনই মেয়ে অন্বেষার ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন স্বস্তিকা। এবার আর এক মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী।
স্বস্তিকা সম্প্রতি কিছু সাদা-কালো ও রঙিন ছবি ও ভিডিও পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে অভিনেত্রীর কোলে বসে রয়েছে তাঁর পোষ্য। কোনও বিশেষ ব্রিডের কুকুর নয়, স্ট্রীট ডগকেই নিজের মেয়ে বলে পরিচয় দিলেন স্বস্তিকা। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, 'আমার সাত রাজার ধন, আমার সোনা মেয়ে, আমার ভাল থাকা, আমার প্রাণ মিস ফুলকি মুখোপাধ্যায়।' এরপর অভিনেত্রী জানান যে তাঁর মেয়ে এখনও কুমারী, ফুলকির কোনও ছেলে পছন্দ হয়নি। ফুলকির নিজস্ব একটি ইনস্টাগ্রাম পেজও রয়েছে, যেখানে ফুলকিকে সঙ্গে নিয়ে স্বস্তিকা ও তাঁর মেয়ে অন্বেষার একাধিক ছবি রয়েছে।
স্বস্তিকা যে পশুপ্রেমী তা আর অজানা নেই কারোর। তাঁর সোশ্যাল মিডিয়া পেজ ঘাঁটলেই পোষ্য সংক্রান্ত হু পোস্টই নজরে আসবে। খুব ছোট্ট অবস্থাতেই ফুলকিকে নিয়ে এসেছিলেন স্বস্তিকা। অভিনেত্রীর বাড়িতেই থাকে সে। খুবই প্রিয় স্বস্তিকা ও তাঁর মেয়ে অন্বেষার। মেয়ে এখন বিদেশে। সেখানে সে পড়াশোনা করছে। তাই মাকে ছেড়ে থাকতে হয় অন্বেষাকে। তবে পুজো-পার্বন বা বিশেষ অনুষ্ঠানে অন্বেষা চলে আসেন বাড়িতে আবার স্বস্তিকাকেও তাঁর কাছে চলে যেতে দেখা যায়।
উল্লেখ্য, অভিনেত্রীর নতুন সন্তানকে দেখে তাঁর বোন অযপা মুখোপাধ্যায় করে বসলেন এক হাস্যকর মন্তব্য। তিনি বলছেন, 'ওর যা মুখ, ওকে কোনও ছেলের পছন্দ হবে না।' কিন্তু মা স্বস্তিকার মন তো, মেয়ের সম্পর্কে এসব শুনতে পারেন? তিনিও বললেন, 'এরম বলিস না। ও একটু চুজি এই আরকি। আমাদের মত সহজে কারওর সঙ্গে সংসার বাঁধতে পারবে না।' আরজি কর-কাণ্ড নিয়ে সকলের সঙ্গে প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। কিন্তু আন্দোলনে নেমেও অভিনেত্রীকে বারংবার ট্রোলের মুখে পড়তে হয়। কিন্তু এইসব বিষয়কে পাত্তা না দিয়ে স্বস্তিকা নিজের মতো করেই জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন।