বহুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন দেব অভিনীত বাঘা যতীন ছবির পরিচালক অরুণ রায়। তবে শোনা যাচ্ছে, তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। গত তিনদিন ধরে পরিচালক ভর্তি রয়েছেন আরজি কর হাসপাতালে। এখানকার এইচডিইউ বিভাগে ভর্তি আছেন তিনি। পরিচালকের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন টলিউড অভিনেতা ও জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ।
গত বছর অগাস্টে তাঁর ক্যান্সার ধরা পড়েছিল। খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে তাঁর। সেই বছরের ডিসেম্বরেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেই সময় তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাঁর বিশেষ কোনও শারীরিক সমস্যা নেই। তিনি নিজেও সেই সময় জানিয়েছিলেন যে চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি চলবেন। তবে তাঁর এই অসুস্থতা কাজে বাধা হবে না।
বাঘা যতীন ছবির শ্যুটিংয়ের সময়ই ক্যান্সার ধরা পড়ে পরিচালকের। তবে সেই অসুস্থতা নিয়েই কাজ করেন অরুণ রায়। বে শুধুই ‘বাঘাযতীন’ নয়। শেষ করেছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও। কিঞ্জল নন্দ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে গত ৩ দিন ধরে আরজি করে ভর্তি পরিচালক অরুণ রায়। অবস্থা বেশ আশঙ্কাজনক। মেডিসিন ওয়ার্ডের HDU-তে তাঁর চিকিৎসা চলছে। প্রসঙ্গত, ২০২৩-এর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘা যতীন’। ‘বাঘাযতীন’, ‘অরণ্যের দিনরাত্রি’ ছাড়াও কিঞ্জল নন্দ অভিনীত ‘হীরালাল’ ছবির পরিচালনাও করেছেন অরুণ রায়।