ফেডারেশন বনাম টলিপাড়ার পরিচালকদের দ্বন্দ্ব বহুদিন ধরেই চলছে। চলতি বছরেই একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম ছিল টলি ইন্ডাস্ট্রি। কমিটি গঠন করা হলেও তার থেকে কোনও সমাধান সূত্রই বের হয়নি। অগত্যা আইনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বাংলার পরিচালকদের একাংশ। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ডিরেক্টার্স গিল্ডের (ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া) সদস্যরা।
মঙ্গলবার প্রেস ক্লাবে ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানেই ঠিক হয় এবার আইনের পথেই যাবেন পরিচালকদের একাংশ। চলতি বছরেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে হুলস্থুল কাণ্ড বেধে গিয়েছিলে টলি পাড়াতে। বাংলাদেশে গুপি শ্যুটিং করা নিয়ে ফেডারেশনের রোষের মুখে পড়তে হয় পরিচালককে। যার জেরে শ্যুটিং বন্ধ ও কর্মবিরতির ঘোষণা করে টলিপাড়া। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি গঠন করে সমস্যার মীমাংসার পদক্ষেপ করেছিলেন। তাতে পাঁচজন সদস্য ছিলেন—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, দেব, অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। এই কমিটির কাজ ছিল তিন মাসের মধ্যে টলিউডের স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করে সমস্যা খুঁজে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া। তিন মাসের মধ্যে সাড়ে তিন মাস পেরিয়ে যাওয়ার পরও কোনও কাজ এগোয়নি বলে দাবি করেছেন ডিরেক্টার্স গিল্ডের সদস্যরা। কমিটিই নাকি তৈরি হয়নি।
আর তাই এবার আইনি পথে যেতে চাইছেন পরিচালকেরা। ডিরেক্টার্স গিল্ডের সদস্যরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এ বার নিজেরাই রিপোর্ট তৈরি করেছেন। ফেডারেশনের বিরুদ্ধে হওয়া সেই রিপোর্ট তৈরি করে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (জুডিশিয়ারি বডি) কাছে মামলা করেছেন। গিল্ডের পরিচালকেরা এটাও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর গঠিত করা কমিটির উপর কোনওই আস্থা নেই তাঁদের। তাই এবার নিজেরাই পদক্ষেপ করতে চাইছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, সুব্রত সেনরা। এ দিন সাংবাদিক সম্মেলনে পরমব্রত বলেছেন, ‘যে কোনও পেশায় ট্রেড ইউনিয়ন থাকাটা অত্যন্ত জরুরি, কিন্তু সেই ইউনিয়ন বেআইনি ভাবে কোনও কিছু চাপিয়ে দিতে পারে না।’ পরিচালকদের সংগঠনের সভাপতি সুব্রত সেন বলেন, ‘‘আমাদের তরফ থেকে ‘কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া’র কাছে মামলার সমস্ত কাগজপত্র আজ দিল্লিতে পাঠানো হয়েছে।
পরিচালকদের দাবি, ফেডারেশন নিজের ইচ্ছে মতো ইন্ডাস্ট্রিতে ছুটি ঘোষণা করে। ফলে ক্ষতির সম্মুখীন হয় ইউনিট। বুধবার শুরু হচ্ছে ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষে ইন্ডাস্ট্রিতে ছুটি ঘোষণা করেছে ফেডারেশন। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য নাম উল্লেখ না-করে বলেন, আগামী কালের এই ছুটির ঘোষণা আমরা সোমবার রাত সাড়ে ৮টায় জানতে পেরেছি। ফলে বুধবার আমার ৭০ জন শিল্পীকে নিয়ে শ্যুটিং কী ভাবে হবে জানি না।