Advertisement

Dev Visit Boro Maa Temple: তারাপীঠের পর নৈহাটির বড়মার কাছে দেব, 'খাদান' মুক্তির আগে মায়ের আশীর্বাদ নিলেন নায়ক

Dev Visit Boro Maa Temple: বছর শেষে ধামাকাদার ছবি নিয়ে হাজির হচ্ছেন দেব। এসকে মুভিজ প্রযোজিত দেব ও ইধিকা পালের 'খাদান' ছবির প্রচার চলছে গোটা বাংলা জুড়েই। বাসে চেপে পুরো টিমকে নিয়েই দেব ঘুরছেন রাজ্যের এমাথা থেকে ওমাথা। এই ছবির প্রচারের প্রথম দিন থেকেই চমকের পর চমক দিয়ে যাচ্ছিল টিম 'খাদান'।

দেব সহ পুরো খাদান টিম পুজো দিল বড়মার মন্দিরে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2024,
  • अपडेटेड 2:21 PM IST
  • বছর শেষে ধামাকাদার ছবি নিয়ে হাজির হচ্ছেন দেব।

বছর শেষে ধামাকাদার ছবি নিয়ে হাজির হচ্ছেন দেব। এসকে মুভিজ প্রযোজিত দেব ও ইধিকা পালের 'খাদান' ছবির প্রচার চলছে গোটা বাংলা জুড়েই। বাসে চেপে পুরো টিমকে নিয়েই দেব ঘুরছেন রাজ্যের এমাথা থেকে ওমাথা। এই ছবির প্রচারের প্রথম দিন থেকেই চমকের পর চমক দিয়ে যাচ্ছিল টিম 'খাদান'। ২০ ডিসেম্বর মুক্তি পাবে খাদান। আর তার আগেই নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে এলেন দেব-যিশু সহ পুরো টিম। 

নৈহাটির বড়মা খুবই জাগ্রত। তাই ছবি মুক্তির আগে খাদান টিম এখানে পুজো দিতে এসেছিলেন। সোমবার এদিন পুরো খাদান ক্রু দের সঙ্গে নিয়ে নৈহাটির অরবিন্দ রোডের বড়মার মন্দিরে আসেন দেব। সঙ্গে ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত সহ অভিনেত্রী। বাংলায় অন্যতম জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত ভিড় জমান তাঁর দুয়ারে। ভক্তদের কথায়, সবার মনের ইচ্ছেপূরণ করেন মা। খাদান নিয়ে আশায় বুক বেঁধেছেন দেব, দীর্ঘদিন পর পুরোদস্তুর কমার্শিয়াল ছবি নিয়ে বক্স অফিসে তিনি।

তাই ছবি মুক্তির আগে বড়মার আশীর্বাদ নিতে দেখা গেল দেব-ইধিকা-যিশু সহ সকলকে। নৈহাটিতে পৌঁছাতেই দেবকে দেখতে হাজির শয়ে শয়ে মানুষ। জনতাকে সামলাতে হিমসিম খেল পুলিশ। এদিন দেবের পরনে ছিল কালো জিনস ও ফুল স্লিভস টি-শার্টস। ভক্তিভরে পুজো দিলেন, করলেন মায়ের আরতিও। চুপ করে বসে দেখলেন বড়মার পুজো। এরপর মন্দিরের ছাদে উঠে ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন অভিনেতা। বড়মাকে পুজো দেওয়ার আগে দেব তারাপীঠ মন্দিরেও পুজো দিতে গেছিলেন। 

 

সেন্সর বোর্ড থেকে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছে দেবের খাদান। দেব-যিশুর এই ছবির দৈর্ঘ্য মাত্র ২ ঘণ্টা ১৭ মিনিট ১১ সেকেন্ড। যার জেরে মনে করা হচ্ছে বেশি শো পাবে খাদান। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় রিনো দত্ত। দেব-যিশু ছাড়াও দেখা মিলবে ইধিকা পাল, বরখা বিস্ত,স্নেহা, জন ভট্টাচার্যদের। ওয়াকিবহাল মহলের মত KGF, Salaar-র ঢঙে এবার টলিউডে হতে চলেছে বাংলা সিনেমা। তবে দেবের মতে গল্প একেবারেই আলাদা হবে এই প্যানইন্ডিয়া সুপারহিট সিনেমাগুলির থেকে। দেবের কথায় কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

Advertisement

   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement