Advertisement

করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, বাড়ছে উদ্বেগ

করোনা আক্রান্ত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

সৌমিত্র চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2020,
  • अपडेटेड 11:43 AM IST
  • করোনা আক্রান্ত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
  • বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
  • মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

কলকাতা, ৬ অক্টোবর : করোনা আক্রান্ত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ এই অভিনেতা। এরপরেই করোনা টেস্ট করানো হয় তাঁর। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিনেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

এর আগেও টলিউডে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। কোয়েল মল্লিক থেকে রাজ চক্রবর্তী কোভিডের কবলে পড়েছেন অনেক নামী তারকা। প্রত্যেকেই করোনাকে জয় করে ফিরে এসেছেন।

২০১৯ সালে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রায় ১ সপ্তাহ তিনি সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে টানা কয়েকমাস বিশ্রামও করেছিলেন তিনি। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। এবছর পুজোর আগেই প্রবীণ এই অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সকলে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement