Advertisement

টেলিভিশন

'রাম' ইমেজই ভুগিয়েছে! সেই অরুণ আজ BJP-তে, কেমন কেরিয়ার?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Mar 2021,
  • Updated 9:45 AM IST
  • 1/11

 বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা অরুণ গোভিল। রামানন্দ সাগরের 'রামায়ণ' ধারবাহিকে রামের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় তিনি। দিল্লির বিজেপি অফিসে তাঁকে দলে স্বাগত জানিয়েছেন এই দলের নেতৃত্বরা।  
 

  • 2/11

এবার ঠিক কীভাবে তাঁর রাজনৈতিক কেরিয়ার এগোয় তা এখন দেখার। তবে মনে করা হচ্ছে পশ্চিমবাংলার আসন্ন নির্বাচনে তাঁকে ক্যাম্পেইনে ব্যবহার করা হতে পারে।

  • 3/11

রামায়ণের এই রাম টেলিভিশনের দর্শকদের মনে যথেষ্ট জায়গা করে নিয়েছিলেন। কিন্তু বহু বছর তাঁকে কোনও ধারাবাহিক বা ছবিতে দেখা যায় না।

  • 4/11

১৯৭৭ সালে 'পহেলি' ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অরুণ। এরপর 'সাওয়ান কো আনে দো', 'সাঁচ কো আঁচ নেহি', 'জুদাই'-র মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।
 

  • 5/11

এই সময়কালে বলিউডের হিরো হিসাবে তাঁকে চিনতেন সকলে। যদিও বিশেষ সাফল্য আসেনি। তাও কাজের মধ্যেই ছিলেন অরুণ।

  • 6/11

এরপর রামানন্দ সাগরের 'বিক্রম বেতাল' ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় হাতে খড়ি তাঁর। এই সিরিয়ালের জনপ্রিয়তার পরই ঐতিহাসিক ধারাবাহিক 'রামায়ণ'-এ তাঁকে দেখা যায় রামের চরিত্রে।

  • 7/11

'রামায়ণ'-র মাধ্যমেই তিনি সকলের দর্শকদের মন জয় করেছিলেন। কিন্তু এই বিপুল জনপ্রিয়তাই আবার বাঁধা হয়ে দাঁড়ালো তাঁর কেরিয়ারে।
 

  • 8/11

অরুণ নিজেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, এরপর থেকে কেউ তাঁকে মুখ্য বা পার্শ্ব অভিনেতা হিসাবে কাজ দিয়ে চাইতেন না। রামের চরিত্রে টাকা দর্শকেরা যেভাবে আপ্ন

  • 9/11

রামায়ণ-র পর গৌতম বুদ্ধ, শিব , রাজা হরিষচন্দ্রের চরিত্রেও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। অরুণ গোভিল হিন্দি ছাড়াও বাংলা, ভোজপুরী, উড়িয়া,তেলেগু ছবিতেও কাজ করেছেন।  
 

  • 10/11

তাঁর রাজনীতিতে আসা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। আগে শোনা গিয়েছিল অরুণ কংগ্রেসে যোগ দেবেন। এমনকি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে দাঁড়াবেন বলেও শোনা গিয়েছিল। কিন্তু আগে তিনি বারবার বলেছেন তিনি নির্বাচনে দাঁড়ানোর জন্য উপযুক্ত না।

  • 11/11

কিন্তু এখন তিনি বিজেপি-তে যোগ দিলেন পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে। এই পরিস্থিতিতে তিনি রাজনীতিতে যোগ দিয়ে ঠিক কী কী করেন তা এখন দেখার।  

Advertisement
Advertisement