Advertisement

টেলিভিশন

স্ক্রিনের রামকৃষ্ণ ব্যক্তি জীবনে কেমন? দেখুন ছবি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2021,
  • Updated 1:00 PM IST
  • 1/10

ধারাবাহিক থেকে সিনেমা, বাংলায় রামকৃষ্ণ পরমহংস-কে নিয়ে কম তৈরি হয়নি। বহু অভিনেতা ঠাকুর রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি সেই চরিত্রকে নতুন আঙ্গিকে পরিবেশন করছএন সৌরভ সাহা (Sourav Saha)। বাংলা ভক্তিমূলক ধারাবাহিক করুণাময়ী রাণী রাসমণি-তে রামকৃষ্ণের চরিত্র দর্শকদের ভীষণ পছন্দের। আসুন জেনে নেওয়া যাক ব্যক্তি জীবনে তিনি কেমন।

  • 2/10

রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন সৌরভ। ছোট থেকে রামকৃষ্ণের উপর বহু বই পড়ার সুযোগ হয়েছে তাঁর। অভিনয়ের হাতেখড়িও ছোট থেকেই।

  • 3/10

খারিজ নাট্যগোষ্ঠীর হয়ে প্রথম থিয়েটারে অভিনয় করেন তিনি। কাজ বাদ দিলে ভীষণ পরিবার কেন্দ্রিক মানুষ সৌরভ। যৌথ পরিবারে বড় হয়েছেন। তাই পরিবারকে সব সময় প্রাধান্য দেন তিনি।

  • 4/10

ঠাকুর রামকৃষ্ণের চরিত্রে এই প্রথম নয়, এর আগেও অভিনয় করেছেন। তবে তা মুক্তি পায়নি কোথাও। পরিচালক হরনাথ চক্রবর্তীর একটি ডকু ফিচারে অভিনয় করেছিলেন সৌরভ। যা বেলুড় রামকৃষ্ণ মিশনের তরফ থেকে দেশে বিদেশে বহু জায়গায় দেখানো হয়েছে। অভিনয়ের জন্য প্রশংসাও পান সৌরভ।

  • 5/10

এই চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ ভাবে নিজেকে তৈরি করেছেন সৌরভ। ম্যানারিজম থেকে নানা তথ্য সম্বলিত বই পড়ে তৈরি হয়েছেন তিনি।

  • 6/10

কঠিন ডায়েটে থেকেছেন টানা। প্রায় ১০ কিলো ওজন কমিয়েছেন সৌরভ, এই চরিত্রে অভিনয় করার জন্য।

  • 7/10

প্রায় ২ বছর ধরে দাড়ি রাখা শুরু করেছিলেন সৌরভ। ধারাবাহিকে আরও অনেক আগেই রামকৃষ্ণের চরিত্রটি আসার কথা ছিল। জানিয়েছেন সৌরভ।

  • 8/10

ভক্তিমূলক ধারাবাহিক এই প্রথম নয় অবশ্য। এর আগে আরও এক অবিস্মরণীয় চরিত্র সাধক বামাক্ষ্যাপার চরিত্রেও অভিনয় করেছেন সৌরভ।

  • 9/10

তাঁর স্ত্রী সুস্মিতা মুখোপাধ্যায়ও একজন অভিনেত্রী। একটি ধারাবাহিকে দুজনের পরিচয় হয়। সেখান থেকেই চার হাত এক হয়।

  • 10/10

সৌরভ এবং সুস্মিতার ৩ বছরের ছেলেও রয়েছে। সোশাল মিডিয়ায় তাঁদের পরিবারের ছবি মাঝে মধ্যেই পোস্ট করেন সৌরভ।

Advertisement
Advertisement