Advertisement

টেলিভিশন

Bengali Devotional Serials: ছোট পর্দায় রমরমা ভক্তিমূলক ও পৌরাণিক ধারাবাহিকের!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2021,
  • Updated 8:10 AM IST
  • 1/9

ছোট পর্দার মাধ্যমে দর্শকদের কাছে অনেক সহজে পৌঁছানো যায়। প্রেম, ষড়যন্ত্র, পরিবার এই সবকিছু নিয়ে টেলিভিশনের পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক। সেরকমই বেড়ে চলেছে আধ্যাত্মিক বা ধার্মিক ধারাবাহিকের সম্প্রচার। 

  • 2/9

বাংলার প্রথম সারির চ্যানেলগুলো তো বটেই, এছাড়াও অন্যান্য চ্যানেলগুলিও বেছে নিচ্ছেন এই ধরণের পুরাণের কাহিনি। আসলে ভক্তি, বিশ্বাস ইত্যাদির মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানো কিছুটা সহজ বলেই মনে করছেন নির্মাতারা। যদিও এই রকম দুটি ধারাবাহিক ছাড়া কোনওটি রেটিং চার্টের ধারেকাছেও আসে না। 
 

  • 3/9

 'করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব' (Korunamoyee Rani Rashmoni)

এই মেগার জনপ্রিয়তা কতটা তা মে হয় আলাদা করে বলতে হবে না। রানিমার মৃত্যুর পর দেখানো হচ্ছে গদাধরের জীবন। রেটিং চার্টে স্থান ওঠা নামা করলেও প্রথম দশেই থাকে এই মেগা। 

* সম্প্রচারের সময়-  সোম থেকে রবিবার সন্ধ্যা ৬.৩০ টা

  • 4/9

মহাপীঠ তারাপীঠ (Mahapeeth Tarapeeth)

স্টার জলসার এই ভক্তিমূলক ধারাবাহিকও অত্যন্ত জনপ্রিয়। রেটিং চার্টে মাঝে মধ্যে প্রথম পাঁচেও উঠে আসে এই মেগা। সাধক বামাক্ষ্যাপার জীবন দেখানো হচ্ছে এখানে।

* সম্প্রচারের সময়-  সোম থেকে রবিবার রাত ১০ টা

  • 5/9

শ্রীকৃষ্ণভক্ত মীরা (ShreeKrishna Bhakto Meera)

গত ২৬ জুলাই থেকে স্টার জলসায় শুরু হয়েছে ভক্তিমূলক ধারাবাহিক 'শ্রীকৃষ্ণভক্ত মীরা'। শ্রীকৃষ্ণ ভক্ত মীরার জীবন কেটেছে, কৃষ্ণনাম জপ করেই। ২০ বছর বয়সে বিধবা হওয়ার পর থেকে সে নিজেকে নিয়জিত করে শ্রীকৃষ্ণের প্রেমে, যা ইতিহাসে রচিত আছে। সেই ঘটনাই ফুটে উঠছে এখন টেলিভিশনের পর্দায়। 

* সম্প্রচারের সময়- শুরুর পর থেকে দেখা যেত সোম থেকে রবিবার রাত ৯ টায়। কিন্তু ১৩ সেপ্টেম্বর থেকে দেখা যাবে রাত ১১ টায়। 

  • 6/9

মেয়েদের ব্রতকথা (Meyeder Bratakotha)

বাঙালি বিবাহিত অথবা অবিবাহিত মেয়েদের কাছে ব্রতকথা হল অন্যতম একটি জনপ্রিয় বিষয়। এই ধারণা থেকেই আকাশ ৮-র পর্দায় শুরু হয়েছে ধারাবাহিক 'মেয়েদের ব্রতকথা'।

* সম্প্রচারের সময়- সোম থেকে শনিবার সন্ধ্যা ৬.৩০ টা। 

  • 7/9

জয় জগন্নাথ (Jay Jagannath)

জগন্নাথ দেবের গল্প নিয়ে কালারস বাংলায় আসছে নতুন ভক্তি ও প্রেমের গাথা 'জয় জগন্নাথ'। যদিও টিজার সামনে আসা ছাড়া, এই মুহূর্তে চ্যানেলের তরফে আর কোনও তথ্য মেলেনি। 
 

 

  • 8/9

সঙ্কটমোচন জয় হনুমান (Jay Hanuman)

জি টিভির ভক্তিমূলক ধারাবাভিক 'সঙ্কটমোচন জয় হনুমান' বর্তমানে জি বাংলা-তেও সম্প্রচার হয়। যদিও এটি বাংলাতে ডাবিং করা। বজরংবলীর সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনি ফুটে ওঠে ছোট পর্দায়।  

সম্প্রচারের সময় - সোম - শুক্রবার রাত ১১.৩০ টা। 

  • 9/9

মঙ্গলময়ী সন্তোষী মা (Mangalmayee Santoshi Maa)

আরও একটি জি টিভির ভক্তিমূলক ধারাবাভিক 'মঙ্গলময়ী সন্তোষী মা' বর্তমানে জি বাংলা-তেও সম্প্রচার হয়। এটিও বাংলাতে ডাবিং করা। সন্তোষীর জীবনের নানা কাহিনি দর্শকদের সামনে ফুটে ওঠে পর্দায়। 

* সম্প্রচারের সময়- সোম থেকে রবিবার রাত ১১ টা। 

Advertisement
Advertisement