Advertisement

টেলিভিশন

Dadagiri: সুরে সুরে 'দাদাগিরি'-র মঞ্চে ৩ প্রবাদপ্রতিম শিল্পীকে শ্রদ্ধাঞ্জলী! থাকবে বিশেষ স্মৃতিচারণ

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Feb 2022,
  • Updated 10:35 AM IST
  • 1/11

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পরপর নক্ষত্রপতন হয়েছে ভারতীয় সঙ্গীত জগতে। তিন প্রবাদপ্রতিম শিল্পী- সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর,গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর প্রয়াণে এখনও প্রায় গোটা দেশ শোকাহত। 

  • 2/11

ভারতীয় সঙ্গীতে এবং সিনেমায় তাঁদের অবদান অপরিসীম, অভাবনীয়। তাঁরা ছিলেন সঙ্গীত জগতের অভিভাবক। 'দাদাগিরি'-র মঞ্চে এবার শ্রদ্ধা জানানো হবে এই কিংবদন্তীদের। 

  • 3/11

ফিরে দেখা হবে তাঁদের সফর। সকলে শোনার সুযোগ পাবেন অনেক অজানা গল্প, অভিজ্ঞতা আর গান। এই বিশেষ পর্বে দাদার সঙ্গে মঞ্চে থাকবেন সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যাক্তিরা। 
 

  • 4/11

এদিনের শ্রদ্ধাঞ্জলী পর্বে হাজির থাকবেন হৈমন্তী শুক্লা, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, শ্রীকুমার চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, শ্রাবণী সেনের মতো বিশিষ্ট শিল্পীরা।

  • 5/11

প্রয়াত তিন কিংবদন্তী শিল্পীদের সঙ্গে নানা স্মৃতিচারণ করবেন মঞ্চে উপস্থিত সকলে। পুরনো কথা বলতে গিয়ে হৈমন্তী শুক্লা সৌরভকে বললেন, "এসব স্মৃতিগুলো আমার গায়ে কাঁটা দেয়..." 
 

  • 6/11

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "এঁনারা ছিলেন ভারতীয় সুরের জগতের ইতিহাস, ঐতিহ্য ও গর্ব।" তাঁদের গান শিল্পীদের মুখে শুনে মহারাজ বলেন, "বাঙালি এই সব গান কোনও দিনও ভুলবে না"। 

  • 7/11

গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এরপর ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ১৬ ফেব্রুয়ারি বাপ্পি লাহিড়ী পাড়ি দেন সুরলোকে। 

  • 8/11

 বলাই বাহুল্য 'দাদাগিরি' -র এদিনের সন্ধ্যা হবে গানে-গানে, যা থেকে যাকে সকলের মননে। 

  • 9/11

এই বিশেষ শ্রদ্ধাঞ্জলী পর্বটি সম্প্রচারিত হবে ২৬ ফেব্রুয়ারি, শনিবার রাত ৯.৩০ মিনিটে। 
 

  • 10/11

'দাদাগিরি আনলিমিটেড' সিজন ৯ শুরুর পর থেকে প্রায় প্রতি পর্বেই থাকছে নানা চমক। একদিকে যেমন হাজির থাকছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা।  সকলেই সাক্ষী থাকছেন, তাঁদের নানাবিধ গুণের। 
 

  • 11/11

'দাদাগিরি'-র আগের সাতটি সিজনের মতো এবারও সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
 

Advertisement
Advertisement