যে কোনও উৎসব মানেই ফিকশন থেকে নন-ফিকশন শো, সবেতেই দেখানো হয় বিশেষ পর্ব। আগামী ১৮ মার্চ দোলযাত্রা। আর বিশেষ দিন উপলক্ষে, রঙের উৎসব উদযাপন হবে 'দাদাগিরি'-র মঞ্চেও।
'দাদাগিরি'-তে আসছে বসন্ত উৎসব উদযাপনের বিশেষ পর্ব - 'রাঙিয়ে দিয়ে যাও'। হাজির থাকবেন বিভিন্ন শিল্পীরা।
প্রতিযোগী হয়ে আসবেন জনপ্রিয় চার অভিনেত্রী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, ঐন্দ্রিলা সেন ও পূজা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও থাকবেন দুই টলি অভিনেতা - বিক্রম চট্টোপাধ্যায় ও সোমরাজ মাইতি।
'দাদাগিরি'-র আগের সাতটি সিজনের মতো এবারও সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সকলের প্রিয় 'দাদা'-র সঙ্গে হবে 'রঙিন দাদাগিরি'।
টলি সুন্দরীদের সঙ্গে হোলির গানে কোমর দোলাবেন স্বয়ং মহারাজ। মনামী ও পূজার সঙ্গে রঙের উৎসব উদযাপনে মাতবেন তিনিও।
প্রশ্ন -উত্তর, মজার গল্প, একগুচ্ছ হোলির স্মৃতিচারণের পাশাপাশি দারুণ নাচে জমজমাট হবে এদিনের বিশেষ পর্ব।
তারকা প্রতিযোগী থেকে শুরু করে সঞ্চালক সৌরভ, সকলেই এদিন পরেছেন ইন্ডিয়ান ওয়্যার। বসন্তের রঙের মতো রঙিন তাঁদের পোশাক।
'রাঙিয়ে দিয়ে যাও' -র এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী ২০ মার্চ, রবিবার, জি বাংলায় রাত ৯.৩০ মিনিটে।
'দাদাগিরি আনলিমিটেড' সিজন ৯ শুরুর পর থেকে প্রায় প্রতি পর্বেই থাকছে নানা চমক।
একদিকে যেমন হাজির থাকছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। সেরকম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা। তাঁরা শেয়ার করছেন তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা। সকলেই সাক্ষী থাকছেন, তাঁদের নানাবিধ গুণের।
'দাদাগিরি' সিজন ৯-র মূলমন্ত্র -"হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।" মানুষ যে মানুষের জন্য... সারা বাংলা জুড়ে এগিয়ে এসেছে এরকম কত বন্ধুত্বের হাত। এবারের 'দাদাগিরি' -র মঞ্চ তাঁদেরই অপেক্ষায়।