জগদ্ধাত্রী পুজোয় মেতেছেন টলিপাড়ার তারকারা। দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজো হয়েছে ত্রিধারা সম্মিলনীতে। এই পুজোতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার। আর সেখানে সামিল হয়েছিলেন টলিপাড়ার অনেকেই।
দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় ছাড়াও হাজির হয়েছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়। সকলে মেতে উঠলেন ফটোসেশনে।
রিল ও রিয়েল লাইফের স্ত্রীয়ের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন ঋদ্ধিমান সিংহরায়- গৌরব। সঙ্গে রয়েছেন পর্দার ভাই রাহুল অর্থাৎ অভিনেতা অনিন্দ্যও।
'গাঁটছড়া' ধারাবাহিকের গল্পে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন অনিন্দ্য। তবে বাস্তবে শোলাঙ্কি ও গৌরবের খুব কাছের বন্ধু তিনি। এমনকি গৌরব- অনিন্দ্য ও দেবলীনারা একসঙ্গেই ভোরে সকালে সাইক্লিং করেন।
এর আগেও বাস্তবের খড়ি- রাহুলের নানা মজার মুহূর্তের সাক্ষী থেকেছেন নেটিজেনরা।
পর্দায় হিট গৌরব -শোলাঙ্কি জুটি। তাঁদের রসায়ন দেবলীনার কেমন লাগছে? এই প্রশ্নের উত্তরে এর আগে আজতক বাংলাকে তিনি বলেছিলেন, "আমি ধারাবাহিকের প্রযোজকদের বলেছি চিত্রনাট্য এত ভাল লেখা হচ্ছে সেটা নিয়ে। গৌরব -শোলাঙ্কির রসায়নও খুব ভাল ফুটছে পর্দায়। 'বাবা বেবি ও' ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছিল ওঁরা দু'জনে, তখনও বেশ ভাল লাগছিল অনস্ক্রিন জুটিটা। আর এখানে তো আরও ভাল স্ক্রিপ্ট। এখন আমারও শোলাঙ্কির সঙ্গে বেশ ভাল আলাপ- পরিচয় হয়ে গেছে। আমিও ওঁকে বেশ পছন্দ করি।"
এই মুহূর্তের প্রথম সারির বাংলা ধারাবাহিকগুলির মধ্যে একটি হল 'গাঁটছড়া'। দর্শকেরা দারুণ পছন্দ করছেন এই মেগা। সেই প্রমাণ মেলে প্রতি সপ্তাহের রেটিং চার্টে।
খড়ি- ঋদ্ধি সম্পর্ক ধীরে ধীরে মধুর হচ্ছিল। ঠিক সেই সময় পরিবারে আসে ঝড়। খড়ির জেঠুকে মেরেছিল ঋদ্ধি। এই অভিযোগই ওঠে সিংহরায় বাড়ির বড় ছেলের দিকে। এখন কীভাবে এই বিপদ থেকে বেরতে পারে সে, সেটাই এখন দেখার।
সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম।