Advertisement

মনোরঞ্জন

PHOTOS: নাচলেন, গাইলেন, ইন্ডিয়ান আইডল মাতিয়ে দিলেন রেখা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2021,
  • Updated 4:09 PM IST
  • 1/10

প্রতিযোগীদের বিভিন্নতা ইন্ডিয়ান আইডল ১২-কে এমনিতেই খবরের শিরোনামে রেখেছে। টিআরপি তো বটেই, তার সঙ্গে দর্শকদের প্রভূত ভালোবাসা কুড়োচ্ছে এই রিয়েলিটি শো।

  • 2/10

সামনের উইকএন্ডে এর এন্টারটেনমেন্ট কোশেন্ট ডাবল হয়ে যাবে। কারণ সপ্তাহের শেষে সেলিব্রিটি স্পেশাল এপিসোডে হাজির হচ্ছেন বলিউড ডিভা এভারগ্রিন রেখা।

  • 3/10

ট্রেডমার্ক দক্ষিণী সিল্ক শাড়ি এবং ভারী গয়নায় সেজে ছিলেন রেখা। তাঁর সাজ দেখে শো-এর অন্যতম বিচারক নেহা কক্কর ভীষণ ইমপ্রেস হন।

  • 4/10

রেখা জানান, নেহার বিয়ের কথা শুনে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। বিয়ের উপহার হিসাবে শো-এর মাঝে নেহাকে একটি সুন্দর কাঞ্জিভরম শাড়িও পরিয়ে দেন রেখা।

  • 5/10

উপহার পেয়ে ভীষণ খুশি নেহা। তিনি বলেন, 'এটা শুধু শাড়ি নয়, আমার কাছে এটা আশীর্বাদ যা রেখা ম্যাম আমায় দিয়েছেন। এটা আমার জন্য ভীষণ স্পেশাল। দেশের অগণিত ভক্তের মতো আমিও তাঁর একজন ভক্ত। তাঁর সঙ্গে দেখা করে তাঁর হাত থেকে উপহার নেওয়া এটা দারণ অনুভূতি।'

  • 6/10

রেখা এ বিষয়ে বলেন, যখন কোনও নববিবাহিতের সঙ্গে দেখা হয়, তাঁকে উপহার এবং আশীর্বাদ দেওয়া উচিত। শাড়ি ভীষণ সুন্দর একটা পোশাক। তাই উপহার হিসাবে এটা দেওয়া যেতেই পারে।

  • 7/10

মজা করে রেখা নেহাকে লেন, 'রোহনের সঙ্গে আগেও আমার দেখা হয়েছে। তাও তুমি বিয়েতে নিমন্ত্রণ করোনি।' এতে নেহা লজ্জিত হয়ে জবাব দেন, 'যদি আমি জানতাম আপনি আমায় চেনেন, তা হলে অবশ্যই নিমন্ত্রণ করতাম।'

  • 8/10

এ ছাড়া সাওয়াই ভাট-এর গাও লম্বি জুদাই গান শুনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। গান গাওয়ার পর তার খুব প্রশংসাও করেন রেখা।

  • 9/10

গোল্ডেন স্নিকার পরে স্টেজ মাতিয়ে দেন রেখা। নিজের স্টাইলে ডান্স করেন তিনি। যা উপস্থিত প্রত্যেকেই খুব উপভোগ করেন।

  • 10/10

সঙ্গীত পরিচালক বিশাল দাদলানির সঙ্গেও খুব মজা করেন তিনি। এ ছাড়াও তিনি গানও করেন মঞ্চে।

Advertisement
Advertisement