চলছে জনপ্রিয় গেম শো 'দাদাগিরি আনলিমিটেড' সিজন ৯। 'দাদাগিরি'-র আগের সাতটি সিজনের মতো এবারও সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
মানুষ যে মানুষের জন্য...সারা বাংলা জুড়ে এগিয়ে এসেছে এরকম কত বন্ধুত্বের হাত। এবারের 'দাদাগিরি' -র মঞ্চ তাঁদেরই অপেক্ষায়। সেই জন্যেই 'দাদাগিরি' সিজন ৯-র মূলমন্ত্র -"হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।"
শুরুর পর থেকে প্রায় প্রতি পর্বেই থাকছে নানা চমক। এবার 'দাদাগিরি'-তে হাজির থাকবে 'যমুনা ঢাকি' পরিবার। নাচ -গান -আড্ডায় জমজমাট হবে এদিনের পর্ব।
দাদার সামনে দারুণ নাচের পারফরম্যান্স করবেন রুবেন দাস ওরফে ছোট পর্দার 'সঙ্গীত'।
সবচেয়ে বর চমক হল, যমুনা ঢাকি- অভিনেত্রী শ্বেতার সঙ্গে জমিয়ে ঢাক বাজাবেন খোদ সৌরভ গাঙ্গুলী।
যমুনা দাদাকে বলবেন, এই নিয়ে তিনবার এই গেম শো-তে এলেন তিনি। প্রথমবার তাঁর স্কোর ছিল -৩০, দ্বিতীয়বার -১০... সৌরভ তখন মজা করে বলেন "তাহলে উন্নতি হচ্ছে..."
চ্যানেলের তরফ থেকে সম্প্রচারিত প্রোমো থেকে এদিনের পর্বের ঝলক পেয়েছেন সকলে। এছাড়াও শিল্পীরা, নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করেছেন, একাধিক ছবি।
এই ধারাবাহিকে সঙ্গীতের পিসির চরিত্রে অভিনয় করছেন কাঞ্চনা মৈত্র। নেগেটিভ চরিত্র হলেও তিনি খুবই জনপ্রিয়। আর 'দাদাগিরি'-তে এসে বিজয়ীর ট্রফি উঠবে তাঁরই হাতে। সেই আভাস মিলেছে তাঁর ইন্সটা পেজ থেকে।
'যমুনা ঢাকি' এই মুহূর্তে সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে প্রথম সারিতেই আসে। শেষ প্রকাশ্যে আসা টিআরপি লিস্ট অনুযায়ী, এই মেগা রয়েছে দ্বিতীয় স্থানে, ৯.৫ রেটিং পয়েন্ট।
আগামী ১৮ ডিসেম্বর, শনিবার 'দাদাগিরি'-তে সম্প্রচারিত হবে 'যমুনা ঢাকি' স্পেশাল পর্ব। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)