Advertisement

টেলিভিশন

Khelna Bari: কীভাবে মিলবে মিতুল -ইন্দ্রজিতের জীবন? আসছে নতুন মেগা 'খেলনা বাড়ি'

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 May 2022,
  • Updated 8:42 AM IST
  • 1/10

পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। ২০২২ সালের প্রথম পাঁচ মাসেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। সে তালিকায় যোগ হল 'খেলা বাড়ি'-র নাম। জি বাংলায় আসছে এই নতুন ধারাবাহিক। 
 

  • 2/10

ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও বিশ্বজিৎ ঘোষ। স্নেহাশীষ জানা পরিচালিত 'খেলনা বাড়ি'-তে মিতুল ও ইন্দ্রজিতের চরিত্রে দেখা যাবে আরাত্রিকা -বিশ্বজিৎকে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র গুগলির ভূমিকায় রয়েছে শিশু শিল্পী মাহি সিং। বিশ্বজিতের বন্ধুর চরিত্রে রয়েছেন নীল চট্টোপাধ্যায়। 
 

  • 3/10

ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, কৃষ্ণনগরের কর্মস্থল থেকে সন্দেহজনকভাবে নিখোঁজ হয় মিতুলের বাবা। মানসিকভাবে ভেঙে পড়লেও, বাবার আবেগ এবং মাটির পুতুল তৈরির পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত  নেয় মিতুল।
 

  • 4/10

একটি অনাথ শিশু গুগলিকে মাতৃস্নেহে লালন-পালন করে মিতুল। তার জীবনের সঙ্গে মিলেমিশে থাকে গুগলি। 
 

  • 5/10

একদিন, ইন্দ্রজিতের সঙ্গে দেখা হয় মিতুলের। বাংলার একজন প্রভাবশালী ব্যবসায়ী ইন্দ্রজিতের, সমাজে নাম-যশ-প্রতিপত্তি সবই আছে। 
 

  • 6/10

ইন্দ্রজিতের তিক্ত অতীতের জন্য মহিলাদের সঙ্গে সহজে মেলামেশা করতে পারে না সে। প্রায় সবত মহিলাদের নিয়েই তার মনে নেতিবাচক ধারণা রয়েছে। 
 

  • 7/10

তবুও মিতুল এবং ইন্দ্রজিতের মধ্যে একটি অস্পষ্ট আবেগপূর্ণ সংযোগ রয়েছে। দু'জনেই জীবনে ভালোবাসার একটি নিশ্চিত আশ্রয়ের খোঁজে রয়েছে। 
 

  • 8/10

এমন একটি জগতের জন্য আকুলভাবে অপেক্ষা করে তারা, যেখানে একে অপরকে স্বাচ্ছন্দ্যে বিশ্বাস করতে পারে, তাদের স্বতন্ত্র শূন্যতা এবং ভুল ধারণাগুলি দূর করতে পারে... 
 

  • 9/10

একে অপরের শূন্যতা পূরণ করতে সক্ষম হবে ইন্দ্রজিৎ -মিতুল? তা সময়ই বলবে...জীবনের লুকানো সত্যের ওপর থাকা স্তরগুলি উন্মোচিত হবে এই ধারাবাহিকে। 


 

  • 10/10

আগামী ১৬ মে থেকে, সোম- রবিবার প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ টায় জি বাংলায় সম্প্রচারিত হবে 'খেলনা বাড়ি'। 

Advertisement
Advertisement