মার্চ মাস থেকে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'কড়ি খেলা'। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক।
সিরিয়ালের মুখ্য দুই চরিত্র পারমিতা আর অপূর্ব। তাঁরা দু’জনেই আচার-অনুষ্ঠান মেনে বিয়ে করেছেন।
তবে দুর্ভাগ্যবশত পারমিতা ওরফে ‘পরী’ হারিয়েছে স্বামীকে। তাঁর ছেলের কুট্টুস ও শাশুড়ি-মাকে নিয়েই সংসার তাঁর।
অন্য দিকে,অপূর্বর স্ত্রীও মারা গিয়েছেন মেয়ের জন্ম দেওয়ার পরে। দুই সিঙ্গেল প্যারেন্ট পরী ও অপূর্ব নিজেদের মতো করে বড় করছেন তাঁদের সন্তানদের।
অপূর্ব-পারমিতার একদিন হঠাৎ দেখা হয় ঘটনাচক্রে। ধীরে ধীরে দেখা সাক্ষাৎ বেড়ে কিছুটা ভাল লাগাও তৈরি হয় দু’জনের মনেই।
তবে এবার গল্পে আসতে চলেছে এক নয়া ট্যুইস্ট। কুট্টুসকে ক্রমে অপূর্বর কাছাকাছি আসতে দেখে পরীর মনে একটা অজানা ভয় জায়গা করে নেয়।
সে ঠিক করে কলকাতার বাস উঠে ছেলে এবং শাশুড়িকে নিয়ে চলে যাবে দূরে কোনও ছোট শহরে। সেখানে একা কুট্টুসের বাবা এবং মায়ের দায়িত্ব পালন করে মানুষ করবে তাকে।
তবে শেষ পর্যন্ত তাঁর যাওয়া কি সম্ভব হবে? কুট্টুস কী ভুলতে পারবে তাঁর অপূর্ব আঙ্কেলকে? নাকি আরও কাছাকাছি আসবে তাঁরা? সব উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।
আগামী ৪ এপ্রিল রাত ৮.৩০- ৯.৩০ জি বাংলায় দেখা যাবে 'কড়ি খেলা'-র ১ ঘন্টার মহাপর্ব।
'কড়ি খেলা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রীপর্ণা রায় ও আনন্দ ঘোষ।