Advertisement

টেলিভিশন

Korunamoyee Rani Rasmoni: কিছুদিনেই শেষ হবে রানিমার জীবন! প্রকাশ্যে শেষ পর্বের ছবি

সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 26 Jun 2021,
  • Updated 9:09 PM IST
  • 1/10

সন্ধ্যা ৬.৩০ মানেই বেশীরভাগ বাঙালি বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে একটা নেপথ্য সঙ্গীত কানে আসে, তা হল 'করুণাময়ী রাণী রাসমণি' (Korunamoyee Rani Rashmoni )। গত তিন বছর ধরে ড্রয়িং রুম থেকে একেবারে ডাইনিং টেবিলেও আলোচনার মূল বিষয় হয়ে উঠেছেন রানিমা।  
 

  • 2/10

কিন্তু লকডাউনের এই খারাপ সময়ের মধ্যে আরও একটা খারাপ খবর ইতিমধ্যে পেয়েছেন দর্শকেরা। শেষ হতে চলেছে তাঁদের পছন্দের রানিমার জীবন।

  • 3/10

চ্যানেলের তরফে প্রকাশিত প্রোমোও সেই জানান দেয়। এমনকি ভাইরাল হয়েছে রানিমার শেষ সময়ের কিছু ছবি।অসুস্থ রানিমার মাথায় মায়ের পায়ের ফুল ছুঁয়ে দিচ্ছেন গদাই। মা যেন তার সমস্ত বেদনা দূর করে দেন, এই প্রার্থনা করছে সে।

 

 

 

  • 4/10

কিছুদিন আগেই নিজের সম্পত্তি ত্যাগ করে অন্যান্য দরিদ্র শিষ্যদের মতো মন্দিরে থাকতে শুরু করেন রানিমা। দরিদ্রদের খাওয়ানোর পাশাপাশি তাঁদের এঠো প্লেট পরিষ্কার করা, তাঁদের জুতোর দেখাশোনা করার দায়িত্ব পালন করেন তিনি। এটাই রানি রাসমণির জীবনে নতুন এবং শেষ পর্যায়। 
 

  • 5/10

তাঁর ডাকে সাড়া দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের অধিষ্ঠাত্রী মা ভবতারিণী। দেবী তাঁকে জানান যে, "রানি তোর জীবনকাল এবার সমাপ্ত হয়ে আসছে।  আমি যে তোর অপেক্ষায় দিন গুনছি।" যার উত্তরে রানিমা, মা ভবতারিণীকে জানান,"আমি প্রস্তুত মা।"


 

  • 6/10

এর মধ্যে ভাল খবর এটাই যে, ধারাবাহিক বন্ধ হচ্ছে না। এর পর দেখানো হবে রামকৃষ্ণ পর্ব ও রানিমার পরিবারের গল্প। কিন্তু সেখানে আর থাকবেন না দিতিপ্রিয়া। ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই কথা।
 

  • 7/10

অর্থাৎ রাসমণি না থাকলেও থাকবেন শ্রী রামকৃষ্ণ পরমহংস। গদাধর চট্টোপাধ্যায় থেকে শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠার সফরের সাক্ষী থাকবেন দর্শকরা। রামকৃষ্ণ মানেই সেখানে আসে স্বামী বিবেকানন্দের কথা। ধারাবাহিকে সে বিষয়ে কিছু দেখানো হবে কিনা তা এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। তবে ভৈরবী, তোতাপুরী, গোবিন্দ রায়-এর মতো ঐতিহাসিক চরিত্ররা থাকবেন। 

  • 8/10

বহু মিম, ট্রোল হওয়া সত্ত্বেও রেটিং চার্টে প্রথম পাঁচের মধ্যেই থাকতো জি বাংলার ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি'। কিন্তু দিতিপ্রিয়া রায়ের অংশ যত শেষের দিকে যাচ্ছে, জনপ্রিয়তায় ভাটা পড়েছে ধারাবাহিকের। TRP তালিকাতেও একেবারে তলানিতে স্থান পাচ্ছে এক সময়ের সেরা ধারাবাহিক।

 

আরও পড়ুন-  TRP: টানা দশ সপ্তাহ সেরা 'মিঠাই'! এগিয়ে এসে চমক 'শ্রীময়ী'-র 

  • 9/10

অন্যদিকে গদাধর হিসাবে দারুণ জনপ্রিয়তা তৈরি করেছেন অভিনেতা সৌরভ সাহা। তাঁকে রামকৃষ্ণের চরিত্রে দেখতে দর্শকরা বেশ পছন্দ করছেন। আগামী দিনে রামকৃষ্ণের জনপ্রিতার উপরই নির্ভর করবে ধারাবাহিকের জনপ্রিয়তা। 

  • 10/10

 চ্যানেল কর্তৃপক্ষ থেকে অভিনেতারা সকলেই আশাবাদী, যে সৌরভ যথেষ্ট ভাল ভাবেই একাজ করতে পারবেন। কিন্তু রানিমায়ের মতো বাকীদেরও ততটা আপন করবেন কিনা জনতা জনার্দন, তা বলবে সময়।  

Advertisement
Advertisement