Advertisement

টেলিভিশন

Tiyasha Roy In Rannaghar: এবার নয়া ভূমিকায় 'কৃষ্ণকলি'- তিয়াশা! দায়িত্ব পেলেন 'রান্নাঘর'-র

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2022,
  • Updated 12:50 PM IST
  • 1/12

কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার 'কৃষ্ণকলি' (Krishnokoli)। জনপ্রিয় এই ধারাবাহিকের দীর্ঘ চার বছরের পথ চলা বন্ধ হওয়ায় মন খারাপ হয়েছিল বহু দর্শকদের। তবে এবার তাঁদের জন্য রয়েছে সুখবর। 

  • 2/12

এবার সকলের প্রিয় শ্যামা ওরফে অভিনেত্রী তিয়াশা রায়কে (Tiyasha Roy) নতুন ভূমিকায় দেখতে পাবেন সকলে। তবে ধারাবাহিক নয়, এবার তিয়াশা সামনে আসবেন সঞ্চালিকার ভূমিকায়।

  • 3/12

চৌধুরী পরিবারের হেঁসেল সামলানোর পর, এবার জি বাংলার রান্নার শো, 'রান্নাঘর'-এর সঞ্চালিকার দায়িত্ব পালন করবেন তিয়াশা। অভিনেত্রী নিজেই চ্যানেলের ফেসবুক পেজ থেকে লাইভে এসে একথা জানান দিয়েছেন সকলকে।  
 

  • 4/12

 তবে 'রান্নাঘর' মানেই সুদীপা চট্টোপাধ্যায়। তাই এই অবধি খবরটা পড়ে অনেকের মনেই প্রশ্ন জাগছে, তাহলে কি সুদীপার স্থান পাকাপাকি ভাবে নিচ্ছেন তিয়াশা? 
 

  • 5/12

তাহলে সেই উত্তরটা হবে না! আসলে কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। ফলস্বরূপ বেশ কিছুদিন আইসোলেশনে ছিলেন তিনি। যদিও করোনা রিপোর্ট নেগেটিভ আসায়, গত ২২ জানুয়ারি থেকে ফের শ্যুটিং শুরু করেছেন সুদীপা। 
 

  • 6/12

 কিছু পর্বের শ্যুটিং আগে থেকে ছিল। তবে এরপর পর্বের ব্যাঙ্কিং শেষ হয়ে আসায়, এই সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। আগামী ২৬ জানুয়ারি থেকে সম্প্রচারিত হবে 'রান্নাঘর' -এর বিশেষ কিছু পর্ব। সেখানেই নয়া অবতারে দেখা যাবে পর্দার শ্যামাকে।
 

  • 7/12

 কলকাতা এবং আশেপাশের জনপ্রিয় ফুড জংশন, পাইস হোটেল এবং মিষ্টির দোকান থেকে বিশিষ্ট অতিথিরা হাজির থাকবেন 'রান্নাঘর'-এর এই বিশেষ পর্বগুলিতে। 

  • 8/12

 ঘরে বসেই সমস্ত অতিথিদের কাছ থেকে খুব সহজেই পুরানো বিখ্যাত রান্নার রেসিপি শেখার সুযোগ পাবেন ভোজনপ্রিয়রা। এমনকী দর্শকদের সঙ্গে শ্যামাও শিখবেন নতুন- নতুন রেসিপি।
 

  • 9/12

লাইভে এসে তিয়াশা বলেন, "এতদিন আমাকে এই শো-এর অতিথি হিসাবে রান্না করতে দেখেছেন, অন্যের রান্না খেতে দেখেছেন। আর এবার আমায় রান্না করাতে দেখবেন।" 
 

  • 10/12

অভিনেত্রী আরও বলেন, "২৬ জানুয়ারি থেকে 'রান্নাঘর'-এর সঞ্চালনায় পাবেন আমাকে। শহরের কিছু জনপ্রিয় হোটেল- রেস্তোরাঁর রান্না এখানে দেখানো হবে। বাড়িতে বাসেই কীভাবে সুস্বাদু স্পেশাল ডিশগুলো তৈরি করা যাবে, তার হদিশ পাওয়া যাবে রান্নাঘরে।" 

 

  • 11/12

নতুনত্ব ও সুস্বাদু রান্নার পাশাপাশি বিশেষ পর্বগুলিতে দর্শকদের উপরি পাওনা থাকবে, তিয়াশা রায়ের নানা অজানা মজার গল্প। 

  • 12/12

সম্প্রতি 'রান্নাঘর' -এর শ্যুটিংয়ের ফালে 'কাঁচা বাদাম' গানের একটি ইন্সটা রিলসও শেয়ার করেন অভিনেত্রী। যা রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। আগামী ২৬ জানুয়ারি, বুধবার থেকে বিকেল সাড়ে চারটের সময় জি বাংলায় দেখা যাবে এই বিশেষ পর্ব গুলি। 
 

 

Advertisement
Advertisement