Advertisement

মনোরঞ্জন

Mahalaya 2021, Mahishasura on Television: মহালয়ায় টেলিভিশনের পর্দায় কাঁদের দেখা যাবে মহিষাসুর রূপে? দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2021,
  • Updated 10:51 PM IST
  • 1/8

পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আর গোনা দিন পড়ে মহালয়া। এদিনই পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে। মহালয়ার দিন ভোরে বাঙালির, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী শোনার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। 

  • 2/8

দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা, কত ভাল কনটেন্ট হবে? দুর্গা ছাড়াও অন্যান্য দেব -দেবী কিংবা দুর্গার অন্যান্য রূপে কারা অভিনয় করবেন, এমনকি কে সাজবেন মহিষাসুর এই নিয়ে থাকে কৌতূহল। দেখে নেওয়া যাক তিন জনপ্রিয় চ্যানেলে কাঁদের দেখা যাবে এইবার মহিষাসুর রূপে। 
 

  • 3/8

জি বাংলাতে এবারে মহিষাসুর রূপে দেখা যাবে অভিনেতা ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে জনপ্রিয় মেগা 'মিঠাই' -তে সোমের চরিত্রে অভিনয় করছেন তিনি। 

  • 4/8

নিজের সোশ্যাল পেজে একাধিক ছবি শেয়ার করেছেন ধ্রুব। তিনি পর্দায় বধ হবেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর হাতে। এবার এই চ্যানেলের দুর্গা সেজেছেন শুভশ্রী। 

 


 

  • 5/8

অন্যদিকে কালার্স বাংলায় মহিষাসুর, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। এই নিয়ে টানা তিন বছর একই চ্যানেলের মহিষাসুর রূপে দেখা গেল তাঁকে। 

  • 6/8

সম্রাটও নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন তাঁর মহিষাসুর লুকে একাধিক ছবি। তিনি বধ হবেন, পর্দার দুর্গা- কোয়েল মল্লিকের হাতে। 

  • 7/8

স্টার জলসায় এবার মহিষাসুর হয়েছে  ধীমান ভট্টাচার্য। তিনি পর্দার দুর্গা দিতিপ্রিয়া রায়ের কাছে বধ হবেন। 

  • 8/8

আগামী ৬ অক্টোবর মহালয়া। সাধারণত ভোর ৫টা থেকে শুরু হয় টেলিভিশনের পর্দায় মহালয়া সম্প্রচার। এই বছরে কারা শ্রেষ্ঠ তা সেদিনই বিচার করতে পারবেন দর্শকরা। 
 

Advertisement
Advertisement