Advertisement

মনোরঞ্জন

Mithai: 'মিঠাই' -তে আরও এক নতুন জুটি? কোন দিকে এগোচ্ছে গল্প?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2021,
  • Updated 12:10 PM IST
  • 1/10

বাংলা ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial)  'মিঠাই' (Mithai) গুটি গুটি পায়ে যত এগোচ্ছে, ততই দর্শকদের মনের কাছে আরও একধাপ করে যেন এগিয়ে যাচ্ছে। টিআরপি তালিকাতেও শীর্ষেই থাকে এই মেগা। 

  • 2/10

বর্তমানে চলছে একেবারে টানটান পর্ব। অন্ধকার কাটিয়ে আলোর দিশা দেখছে মিঠাই -সিদ্ধার্থ সহ মোদক পরিবার। বাকিরা না জানলেও সিড ও মিঠাই জানতে পারে এত বড় ষড়যন্ত্রের পিছনে রয়েছে টেস অর্থাৎ তোর্সা ও সোম। আপাতত কোনও শাস্তি না দিয়ে টেস ও সোমকে সাবধান করে সিড। 

  • 3/10

প্ল্যানে সাফল্য না পাওয়ায় ভেঙে পড়েছে টেস। নতুন কোনও ষড়যন্ত্র করার কথা বলায় সোম তাঁকে বাধা দেয়, জানায় এই মুহূর্তে মিঠাইয়ের বিরুদ্ধে কোনও কিছু করা ঠিক হবে না। এতে হিতে বিপরীতও হতে পারে।

যদিও নির্মাতারা এক্ষেত্রে যে কোনও চরিত্রকে ভিলেন বলতে চান না। তাঁদের মতে সমস্ত চরিত্রগুলির একটা 'গ্রে শেডস' আছে, যেমন বাস্তব জীবনেও হয়। 
 

  • 4/10

শুধু তাই নয়, নিজে ধরা পড়লেও, টেসকে বাঁচিয়ে দেয় সোম নিজেই। সিদ্ধার্থকে সে বলে, এই বিষয়ে টেস বিস্তারিত কিছুই জানতো না। সে নির্দোষ, এই জন্যে টেস পরে সোমকে ধন্যবাদও জানায়। 

  • 5/10

এর আগে মোদক পরিবারে, সিদ্ধার্থর দেওয়া পার্টিতে নেশাগ্রস্ত হয়ে সোমের সঙ্গে নেচেছিলেন টেস। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। আরও বিভিন্ন সময় ধারাবাহিকে দেখা গেছে তাঁদের রসায়ন।  

  • 6/10

এর আগেও বিভিন্ন ধারাবাহিকে দেখা গেছে, দুই নেগেটিভ চরিত্র হাত মিলিয়ে এক হয়েছেন। এমনকি তাঁদের বিয়ে করার দৃষ্টান্তও মিলেছে। 'মিঠাই' -তেও কি এরকম কিছু দেখতে পাবেন দর্শকরা? 

  • 7/10

শেষমেশ সব প্ল্যান বৃথা হলে কি, সোম ও টেস বিয়ে করবেন? যাতে মোদক পরিবারে থেকে ষড়যন্ত্র করা আরও সহজ হয়? যেমনটা করেছিলেন 'যমুনা ঢাকি' -র আর্যা ও রকি। যদিও তাঁদের বিয়েটা ছিল মিথ্যা। 
 

  • 8/10

নাকি সেই একই ধারা বজায় না রেখে নিজের মতো আলাদা ট্র্যাকেই হাঁটবে 'মিঠাই'? গ্রাফ বলছে এই ধারাবাহিকের ভক্তদের খুব বেশি নেতিবাচক চরিত্র কিংবা পর্ব না পসন্দ। 
 

  • 9/10

'মিঠাই'প্রেমীরা সুখে দুঃখে মিষ্টি মুখে ভালটাই দেখতে পছন্দ করেন। গত পঁচিশ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষে একেবারে অপরিবর্তিত রয়েছে এই মেগা। 

  • 10/10

এদিকে রিয়েল লাইফেও নিজেদের সোশ্যাল পেজে একসঙ্গে ছবি শেয়ার করেন সোম ওরফে অভিনেতা ধ্রুব সরকার এবং তোর্সা- তন্বী লাহা রায়। তবে শেষমেশ কী হবে, তা সময়ই বলবে... 

Advertisement
Advertisement