যে কোনও উৎসব মানেই ফিকশন থেকে নন-ফিকশন শো, সবেতেই দেখানো হয় সেই বিশেষ পর্ব। আগামী ১৮ মার্চ দোলযাত্রা। আর বিশেষ দিন উপলক্ষে, রঙের উৎসব উদযাপন হবে 'মিঠাই'-তেও।
প্রায় সব উৎসবের আনন্দেই গা ভাসায় মনোহরা বাড়ির সদস্যরা। আর এজন্যেই বোধ হয়, 'মিঠাই'-র মূলমন্ত্র 'সুখে দুখে মিষ্টি মুখে'। ধারাবাহিকে সামনেই আসছে দোল উৎসব উদযাপনের বিশেষ পর্ব। ইতিমধ্যেই ধারাবাহিকেও দেখা যাচ্ছে, শুরু হয়েছে দোলের প্রস্তুতি।
নন্দা, স্ত্রী, রাজীবরা হোলির রং, পিচকারী সহ অন্যান্য সরঞ্জাম কিনে এনেছে। যা দেখে দারুণ উৎসাহী নীপা। মোদক পরিবারের সবচেয়ে ছোট সদস্য হলেও, পায়ে চোট লাগার কারণে কেনাকাটা করতে যেতে পারনি সে। এদিকে রুদ্রর সঙ্গে প্রেমের প্রথম বছর তার। তাই 'রুডি বয়'-কে কোন রং লাগাবে, তা স্থির করে ফেলেছে ইতিমধ্যে।
আগের বছরও জমজমাট দোল উৎসব পালন হয়েছিল 'মিঠাই'-তে। তবে এবছরের হোলি একটু বাড়তি স্পেশাল। একই সঙ্গে তিন লাভ বার্ডসের প্রথম হোলি এটা। নীপা- রুদ্র ছাড়াও শ্রী -রাতুল এবং মিঠাই -সিডের জন্যও এবার অনেকটাই স্পেশাল।
এদিকে পিসিজি-র চাকরি ছেড়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সিড। কাজ পাগল সিদ্ধার্থ, চাকরি খুঁজতে খুঁজতে মাঝে মাঝেই মেজাজ হারিয়ে অশান্তি করছে মিঠাইয়ের সঙ্গে। এদিকে মিঠাই পড়েছে দোটানায়। একদিকে 'বিজিনেস', অন্যদিকে 'উচ্ছেবাবু'! কোন দিকে যাবে মিঠাইরানী..?
তবে সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমো এবং ধারাবাহিকের গতি দেখে আভাস মিলছে অন্য। এবার কি সিদ্ধেশ্বর মোদক গ্রুপ অর্থাৎ পারিবারিক ব্যবসাতে যোগ দেবে সিড?
দাদাই ইতিমধ্যে বাকিদের সামনে হালকা চালে সেই প্রস্তাব রেখেছে। যদিও তা শুনে পিসি ও কাকির চোখ রীতিমতো চড়ক গাছ। সিদ্ধার্থ, যে কিনা বি-স্কুল পাস করে কর্পোরেট ছাড়া কিছুই বোঝে না। সে করবে মিষ্টির ব্যবসা?
প্রোমোতে দেখা যাচ্ছে, হোলির দিন সকলে মেতে উঠেছে নাচে -গানে- আনন্দে। সেখানে জিলিপি বানাচ্ছে মিঠাই। তার কোনও সাহায্য লাগবে কিনা জিজ্ঞেস করে সিড।
সিডের সঙ্গে জিলিপি বানিয়ে মিঠাই তাকে বলে, "পারফেক্ট জিলিপি বানিয়েছ! আর কর্পোরেটে চাকরি না করে, আমাদের মিষ্টির বিজিনেসেই যোগ দাও না মোদক বাবু..."
মিঠাই তোর্সাকে চ্যালেঞ্জ করেছে, এক সপ্তাহের মধ্যে চাকরি পাবে সিড। এদিকে সিড টেসকে আরও বড় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছে, এক সপ্তাহ না, তার আগেই চাকরি পেয়ে দেখাবে সে। তোর্সার দাবি, এই বাজারে চাকরি না পেয়ে তার কাছেই ফিরতে হবে সিডকে।
'মিঠাই'-তে আসতে চলেছে নয়া মোড়? এমনিতে 'সিঠাই' জুটির প্রেম ও দুষ্টু -মিষ্টি রসায়ন দারুণ উপভোগ করছেন দর্শকেরা। নতুন ট্যুইস্ট আসলে আশা করা যায়, টিআরপি -তেও ফের নিজের স্থান ফিরে পেতে পারে, এক সময়ের বাংলার সেরার সেরা ধারাবাহিক।
মিঠাই'-র 'রাঙিয়ে দিয়ে যাও', এই বিশেষ পর্ব দেখা যাবে ১৪ থেকে ২১ মার্চ, প্রতিদিন রাত ৮টায়, জি বাংলায়।