বড়পর্দার জনপ্রিয় জুটির বিয়ে বলে কথা। এলাহি ব্যবস্থা হবে না তাও কি হয়। একে বারে ব্যান্ড বাজা বারাত যাকে বলে। হিন্দু রীতি মেনে সাতপাকে বাঁধা পড়বার সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন দুজনে। কলকাতা শহরে তাঁদের বিয়ের আয়োজন দেখে তাজ্জব সকলে। ফোটো- নিজস্ব চিত্র
সঙ্গীত, মেহেন্দি সব পর্ব মিটিয়ে এক্কেবারে এই সন্ধ্যেটার জন্যই অপেক্ষা করছিল সকলে। লাল বেনারসী ও সোনার গয়না, চন্দন আর ঠোঁটের কোণে হাসি। যেন মোহময়ী তৃণা। ফোটো- টলি গ্যালাক্সি ইনস্টাগ্রাম সৌজন্যে
নীলও কম যান না। তৃণাকে ঘরণি করতে ইতিমধ্যেই তপসিয়ার ‘গ্রিন অর্কিড’ পৌঁছে গিয়েছেন। সেখানেই বসছে বিয়ের আসর। পুরোদস্তুর বাঙালি সাজে লাল-সাদা পাঞ্জাবিতে এলেন নীল। ফোটো- ইনস্টাগ্রাম
তৃনীলের বিয়ের সবথেকে বড় চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন। নব দম্পতিকে আর্শীবাদ করতে এদিন বিয়ের আসরে হাজির হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর আর্শীবাদ পেয়ে উচ্ছ্বসিত এই জুটি। ফোটো- ফেসবুক
নৌকায় চড়ে, ভিন্টেজ গাড়িতে করে বিয়ে করতে হাজির নীল ভট্টাচার্য। নতুন বছরের শুরুতে গত ৯ জানুয়ারি একবারে সিনেমাটিক স্টাইলে হয়েছিল নীল-তৃণার সঙ্গীত ও বাগদান অনুষ্ঠান। ফোটো- ইনস্টাগ্রাম
পর্দায় অনেকবার বধূবেশে দেখা গিয়েছে তৃণাকে। কিন্তু এবার বাস্তব জীবনে চারহাত এক হতে চলেছে। নববধূর সাজে অপরূপা তৃণা। লাজুক হাসিতে মন ভোলাচ্ছেন সকলের। ফোটো- ইনস্টাগ্রাম
গত কয়েকদিন ধরেই সাজোসাজো রব টেলিউডে। প্রজাপতি ঋষির আশীর্বাদ নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন দুজনে। ফোটো- ইনস্টাগ্রাম
কেবল পুরনো মডেলের গাড়িতেই নয়, রীতিমতো নৌকায় চেপে নাচতে নাচতে বিয়ে করতে এলেন কৃষ্ণকলির নিখিল। ফোটো- ইনস্টাগ্রাম
এ দৃশ্য আগে কলকাতা শহর দেখেছে বলে মনে হয়না। নৌকায় আসতে আসতে শাহরুখ খানের স্টাইলে পোজও দিলেন নীল। ফোটো- ইনস্টাগ্রাম
সকালে গায়ে হলুদের অনুষ্ঠানের ছবিও ভাইরাল হয়েছিল। ডিজাইনারের পোশাকে সেজেছিলেন নীল-তৃণা। ফোটো- ইনস্টাগ্রাম
বুধবার আয়োজন করা হয়েছিল তৃনীল'-এর মেহেন্দি ও ঘরোয়া সঙ্গীত অনুষ্ঠানের। সেখানে গান গেয়ে আসর জমিয়ে দিয়েছিলেন দুজনে। ফোটো- ইনস্টাগ্রাম