Advertisement

মনোরঞ্জন

Pilu Serial: টুসু পরবে আহিরের সঙ্গে পিলুর বিহা! ওস্তাদ জি-র সঙ্গে সুরমণ্ডলে ফিরবে সে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2022,
  • Updated 5:38 PM IST
  • 1/10

২০২২ সালের শুরুতেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'পিলু'। ইতিমধ্যে দর্শকদের মনে যথেষ্ট জায়গা করতে পেরেছে এই মেগা। যার প্রমাণ মিলেছে শেষ টিআরপি তালিকা থেকে। অষ্টম স্থানে 'পিলু' পেয়েছে ৭.৮ রেটিং পয়েন্ট। 
 

  • 2/10

গান বাড়ির সকলের আদরের রঞ্জিনী অর্থাৎ রঞ্জার জন্মদিনে খোয়া যাওয়া হার চুরির দোষ পড়ে পিলুর উপর। তাকে অপমান করে গুরু মা। 

  • 3/10

হারিয়ে যাওয়া হার সকলের সামনে এনে দেয় আহির। পিলুকে নির্দোষ প্রমাণ করে, আহির পাশায় দাঁড়ায় তার। আত্মসম্মানে আঘাত লাগায় 'গান বাড়ি' ছেড়ে গ্রামে ফিরে যায় পিলু।

  • 4/10

পিলুকে 'সুরমণ্ডল'-এ ফিরিয়ে আনার জন্য গ্রামের বাড়িতে পাঠায় গুরুজি আদিত্য নারায়ণ। সেই সময় গ্রামে চলছে টুসু পরব। দলবদ্ধভাবে গান গাইতে গাইতে টুসু দেবীকে নিয়ে জলাশয়ের দিকে রওনা দিয়েছে গ্রামবাসীরা। 
 

  • 5/10

পিলুকে ফিরিয়ে নিয়ে যেতে সেখানে হাজির হয় আহির। কিন্তু পিলুর আত্মসম্মানবোধ একেবারেই ঠুনকো না। সে কিছুতেই ফিরবে না...  
 

  • 6/10

অজান্তেই আহির -পিলুর মালাবদল হয় টুসু দেবীর সামনে। আহিরের গলার মালা উড়ে গিয়ে পড়ে পিলুর গলায়। এই দৃশ্য দেখে ঠাকুর মশাই বলে ওঠেন, "পিলুর বিহা হয়ে গেল..." 
 

  • 7/10

ঘাবড়ে গিয়ে পিলু বজরংবলির কাছে গিয়ে প্রার্থনা করে এবং বিয়ের মানে বুঝতে ইঙ্গিত চায়। বজরংবলিও তাকে ইশারা দেয়। পিলুর সিঁথি, কপাল জুড়ে লেগে যায় গেরুয়া সিঁদুর। 

 

  • 8/10

অন্যদিকে পিলুকে আনতে গিয়ে আহির বন্দি হয় সেই গ্রামের ত্রাস লালাজির ডেরায়। এই খবর পেয়ে, ওস্তাদ জি-কে বাঁচাতে সেখানে পৌঁছে যায় পিলু। 

 

  • 9/10

সে কি পারবে আহিরকে বাঁচাতে? এবার কী করবে পিলু? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। 

  • 10/10

 সম্প্রতি কলকাতার নলবনে হয়েছে 'পিলু' -এই বিশেষ পর্বের প্রোমো শ্যুটিং। 

 

Advertisement
Advertisement