Advertisement

মনোরঞ্জন

Pilu Bengali Serial: আত্মসম্মানে আঘাত পিলুর! 'গান বাড়ি' ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বদলাতে পারবে আহির?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2022,
  • Updated 2:23 PM IST
  • 1/9

২০২২ সালের শুরুতেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'পিলু'। ইতিমধ্যে দর্শকদের মনে যথেষ্ট জায়গা করতে পেরেছে এই মেগা। যার প্রমাণ মিলেছে শেষ টিআরপি তালিকা থেকে। অষ্টম স্থানে 'পিলু' পেয়েছে ৭.৮ রেটিং পয়েন্ট। 
 

  • 2/9

'গান বাড়িতে' ওস্তাজ জি -এর কাছে গান শিখতে গিয়েছে পিলু। তবে তাকে অনেকেই পছন্দ করেন না সেই বাড়িতে। যার মধ্যে প্রথম সারিতেই আছে রঞ্জা, গুরু মা। তা বিভিন্ন সময় প্রকাশ পায় তাদের কথাবার্তা বা আচরণে। 
 

  • 3/9

 'পিলু' ধারাবাহিকে আসতে চলেছে নয়া মোড়। নিজের আত্মসম্মানে আঘাত লাগায় 'গান বাড়ি' ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় পিলু। তবে এত সখের গান না শিখেই গ্রামে ফিরবে সে? ঠিক কী ঘটল, যার ফলে এই সিদ্ধান্ত নিতে হল তাঁকে? 

  • 4/9

গান বাড়ির সকলের আদরের রঞ্জিনী অর্থাৎ রঞ্জার জন্মদিনে দেওয়া গলার হার হঠাৎই হারিয়ে যায়। গুরুমা পিলুর উপর চুরির দোষারোপ করে সাফ জানায়, "হার পাওয়া না গেলে তোমায় এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।"  
 

  • 5/9

 ঠিক সেই সময় খোয়া যাওয়া হার এনে সকলের সামনে দেয় আহির। পিলুকে নির্দোষ প্রমাণ করে, সে আহির পাশে দাঁড়ায় তার। 
 

  • 6/9

কিন্তু আত্মসম্মানে লাগে পিলুর। আহিরকে সে বলে, "মা বলেছে অপমান সহ্য না করতে। তাই আজকের পর এই বাড়িতে থাকলে, আমার মায়ের অপমান হবে ওস্তাদ জি। চলি..." 

 

  • 7/9

আহির কি ফিরিয়ে আনবে পিলুকে? গুরুমা, রঞ্জা এরাই বা কী প্রতিক্রিয়া দেবে এই ঘটনার? জানা যাবে আগামী পর্বে। 

  • 8/9

'পিলু' ধারাবাহিকের মাধ্যমেই অভিনয়ে পা রেখেছেন 'ডান্স বাংলা ডান্স' সিজন ১১ -এর ফাইনালিস্ট, নবাগতা মেঘা দাঁ। তিনি জুটি বাঁধছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ গৌরব রায় চৌধুরীর সঙ্গে। এছাড়াও রয়েছেন অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, কৌশিক চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতারা।

  • 9/9

গানের সুর-তাল-ছন্দ কীভাবে মেলাবে পিলু -আহিরের মন? ঠিক সেই ভাবেই এগোবে ধারাবাহিকের গল্প। 'করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব' -র স্লটে,  সন্ধ্যা ৬.৩০ টায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। 

Advertisement
Advertisement