Advertisement

টেলিভিশন

Rani Rashmoni: রবিবার শেষ হবে রানিমার জীবন! ধারাবাহিকের নামে যোগ হবে 'উত্তর পর্ব'

সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 02 Jul 2021,
  • Updated 6:32 PM IST
  • 1/10

 সন্ধ্যা ৬.৩০ মানেই বেশীরভাগ বাঙালি বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে একটা নেপথ্য সঙ্গীত কানে আসে, তা হল 'করুণাময়ী রাণী রাসমণি' (Korunamoyee Rani Rashmoni )। গত চার বছর ধরে ড্রয়িং রুম থেকে একেবারে ডাইনিং টেবিলেও আলোচনার মূল বিষয় হয়ে উঠেছেন রানিমা।  
 

  • 2/10

এবার শেষ হতে চলেছে দর্শকদের পছন্দের রানিমার জীবন। যদিও এই আভাস মিলেছিল আগেই। আর এই নিয়ে চলছিল জোড় আলোচনা। 

 

  • 3/10

চ্যানেলের তরফে প্রকাশিত প্রোমোও সেই জানান দিয়েছিল। এমনকি ভাইরাল হয়েছে রানিমার শেষ সময়ের কিছু ছবি। আগামী ৪ জুলাই শেষ হবে রানিমার সেই জার্নি। 

  • 4/10

তাহলে কি শেষ হয়ে যাচ্ছে 'করুণাময়ী রাণী রাসমণি'? সেই উত্তর এবার সরাসরি মিলেছে চ্যানেলের তরফ থেকে। ধারাবাহিক বন্ধ হচ্ছে না এখন। তবে তার নাম পরিবর্তন হয়ে হবে, 'করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব' (Karunamoyee Rani Rashmoni Uttar Porbo)।  

  • 5/10

আগামী ৫ জুলাই থেকে দেখানো হবে গদাধরের গল্প। অর্থাৎ গদাধর চট্টোপাধ্যায় থেকে শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠার সফরের সাক্ষী থাকবেন দর্শকরা।

  • 6/10

শুধু তাই নয়, রামকৃষ্ণ দেব মানেই আসে মা সারদার নাম। কিছু পর্ব রামকৃষ্ণ দেব ও সারদা দেবীর সম্পর্ক নিয়েও দৃশ্যায়ন হবে। যদিও সেখানে স্বামী বিবেকানন্দের বিষয়ে কিছু দেখানো হবে কিনা তা এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। 

  • 7/10

বহু মিম, ট্রোল হওয়া সত্ত্বেও রেটিং চার্টে প্রথম পাঁচের মধ্যেই দীর্ঘদিন ছিল জি বাংলার ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি'। ১৩২৩ পর্বের এই ধারাবাহিক এবার শেষের মুখে। 
 

  • 8/10

রানিমার যাত্রা শুরু করার সময়ের সেই ১৫ বছর বয়সী দিতিপ্রিয়া আজ প্রাপ্ত বয়স্কা। শেষ লগ্নে আবেগপ্রবণ নায়িকা। তিনি বললেন ,"এই জার্নিটার সব কিছুই আমার সাথে থেকে যাবে। এখানে কাটানো এত ভাল সব মুহূর্ত রয়েছে। এই কয়েক বছরে অনেক কাজ শিখেছি। রানিমার দয়াময়ী ও প্রতিবাদী দিকটা সব সময় নিজের মধ্যে রাখার চেষ্টা করবো।"

  • 9/10

দিতিপ্রিয়া আরও বলেন, এত ভালোবাসা সকলে দিয়েছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সকলকে আবদার করবো রানিমা না থাকলেও ধারাবাহিকটি আপনারা দেখবেন। সকলের জন্য অনেক চমক বাকী আছে।"

  • 10/10

অন্যদিকে গদাধর হিসাবে দারুণ জনপ্রিয়তা তৈরি করেছেন অভিনেতা সৌরভ সাহা। তাঁকে রামকৃষ্ণের চরিত্রে দেখতে দর্শকরা বেশ পছন্দ করছেন। আগামী দিনে রামকৃষ্ণের জনপ্রিতার উপরই নির্ভর করবে ধারাবাহিকের জনপ্রিয়তা।  চ্যানেল কর্তৃপক্ষ থেকে অভিনেতারা সকলেই আশাবাদী, যে সৌরভ যথেষ্ট ভাল ভাবেই একাজ করতে পারবেন। কিন্তু রানিমায়ের মতো বাকীদেরও ততটা আপন করবেন কিনা জনতা জনার্দন, তা বলবে সময়।  
 

Advertisement
Advertisement