Advertisement

টেলিভিশন

Sa Re Ga Ma Pa 2022: 'সারেগামাপা'-র সেরা ৫ শিল্পীকে সঙ্গীতের তালিম দেবেন 'মহাগুরু'- পন্ডিত অজয় চক্রবর্তী

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jun 2022,
  • Updated 11:17 AM IST
  • 1/13

গানের রিয়্যালিটি শো 'সারেগামাপা' (Sa Re Ga Ma Pa) -র জনপ্রিয়তার মাত্রা অন্য রকম। প্রতি সিজনে জি বাংলা খোঁজ করে সেরার সেরা প্রতিভাদের। গত এপ্রিল মাসে শেষ হয়েছিল 'সারেগামাপা' ২০২০। কয়েক মাসের অপেক্ষার পর আসছে 'সারেগামাপা' ২০২২।
 

  • 2/13

প্রথম প্রোমো প্রকাশ্যে আসার পর থেকে দর্শকদের উৎসাহ ও কৌতূহল বেড়েছিল বহুগুণ। নতুন চমক নিয়ে ফিরছে বাংলা গানের এই রিয়্যালিটি শো।
 

  • 3/13

এবার মহাগুরুর আসনে বসছেন পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তী। কোনও রিয়্যালিটি শো-তে তাঁকে খুব একটা পাওয়া যায় না। নিঃসন্দেহে এবারের 'সারেগামাপা' থেকে এটা সকলের একটা বড় প্রাপ্তি। 
 

  • 4/13

পন্ডিতজী শুধু মহাগুরুর আসনে বসতে সম্মতি জানিয়েছেন তা নয়, এই মঞ্চ থেকে উঠে আসা প্রথম পাঁচজনকে উনি নিজে শ্রুতিনন্দনে সঙ্গীতের তালিম দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে কোনও রিয়্যালিটি শো-এ এই ঘটনা শোনা যায়নি।
 

  • 5/13

এই প্রথম কোনও বাংলা রিয়্যালিটি শো-এ বিচারক আসনে বসছেন সঙ্গীতশিল্পী রিচা শর্মা।  তাঁর সঙ্গে থাকছেন শান্তনু মৈত্র এবং শ্রীকান্ত আচার্যের মত গুণী শিল্পীরা। 
 

  • 6/13

প্রতিযোগীদের পরিশীলিত করার দায়িত্ব পালন করবেন রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, জোজো, ইমন চক্রবর্তী, রথীজিৎ ভট্টাচার্যর মতো সঙ্গীতশিল্পীরা। 
 

  • 7/13

আগের সিজনের মতো এবারও সঞ্চালকের দায়িত্ব পালন করছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
 

  • 8/13

'সারেগামাপা'-র এই সিজনে, মঞ্চে বড়দের সঙ্গে সমানভাবে পাল্লা দেবে চার-পাঁচজন অত্যন্ত গুণী খুদে শিল্পী। সেই আন্দাজ কিছুটা মিলেছে চ্যানেলের প্রচার ঝলক থেকে।
 

  • 9/13

এছাড়াও প্রতি সিজনের মতো এবারও যন্ত্রানুসঙ্গীতে থাকছে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা। সারা দেশ থেকেই শিল্পীরা অংশগ্রহণ করবেন এই যন্ত্রানুসঙ্গীতে। 
 

  • 10/13

বিশেষ কিছু পর্বে অতিথি হয়ে আসবেন বলিউড শিল্পীরাও। বলাই বাহুল্য, সব মিলিয়ে থাকছে একগুচ্ছ নতুন চমক।  
 

  • 11/13

১১ জুন থেকে প্রতি শনি এবং রবিবার, রাত ৯.৩০ মিনিটে সম্প্রচারিত হবে 'সারেগামাপা'। 
 

  • 12/13

'সারেগামাপা ২০২০'-র বিজয়ী হয়েছিলেন অর্কদীপ মিশ্র। দ্বিতীয় স্থানে নীহারিকা নাথ ও তৃতীয় স্থানে  ছিলেন বিদীপ্তা চক্রবর্তী। অনুষ্কা পাত্র পেয়েছিলেন 'কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার' এবং ফেসবুকের ভিত্তিতে 'ভিউয়ার্স চয়েজ অ্যাওয়ার্ডস'। সেই সঙ্গে গায়ক ও মেন্টর মনোময় ভট্টাচার্যের টিম পায় 'টিম অফ দ্য সিজন'।
 

  • 13/13

গত সিজনে বিচারক আসনে ছিলেন আকৃতি কক্কর, মিকা সিং, শ্রীকান্ত আচার্য ও জয় সরকার। সঙ্গীত গুরুর আসনে ছিলেন ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য ও রাঘব চট্টোপাধ্যায়। 
 

Advertisement
Advertisement