Advertisement

মনোরঞ্জন

PHOTOS: কাজ নেই! টাকার কষ্টে দারিদ্রে দিন কাটছে এই অভিনেত্রীর

Aajtak Bangla
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 05 Jul 2021,
  • Updated 10:04 PM IST
  • 1/9

করোনার ধাক্কায় মানুষের জীবনযাত্রা নাজেহাল হয়ে গিয়েছে। শহর হোক বা গ্রাম- সব জায়গায় একই ছবি। লকডাউনের জেরে মানুষের রুটিরুজি অনিশ্চিত হয়ে পড়েছে। একই ছবি বিনোদন জগতেও।

  • 2/9

একই ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রী শগুফতা আলিও। তিনি অনেকগুলি বলিউডের ছবিতে অভিনয় করেছেন। এর পাশাপাশি অজস্র টিভি সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে।

  • 3/9

তিনি ৩৬ বছর ধরে অভিনয় জগতে রয়েছেন। তিনি খান ২০ টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি টিভি জগতে বেশ জনপ্রিয় নাম। তবে করোনার কারণে সে সব বাতিল হয়ে গিয়েছে যেন। এখন তাঁর কাছে কাজ নেই।

  • 4/9

আর পরিস্থিতি এতই খারাপ যে চিকিৎসা করার মতো টাকাও নেই তাঁর কাছে। এক স্পটবয়ের সঙ্গে আলাপচারিতার সময় সে কথা জানান তিনি। তাঁকে তিনি জানান, গত ২০ বছর ধরে অসুস্থ। তাঁর ক্যান্সার হয়েছে। এবং তা তৃতীয় স্টেজে পৌঁছে গিয়েছে। আর এর চিকিৎসার জন্য টাকা দরকার। কিন্তু সেই টাকা তাঁর কাছে নেই বলে জানিয়েছেন তিনি।

  • 5/9

তিনি আরও জানান, এই প্রথম এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমে কথা বলছেন। এর আগে ঘনিষ্ট কয়েকজন বন্ধুকে এ ব্য়াপারে জানিয়েছেন। আর কাউকে কিছু জানাননি।

  • 6/9

পুরনো দিনের কথা মনে করেন তিনি। সে ব্যাপারে জানান, এক সময় তাঁর কাছে প্রচুর কাজ থাকত। তাঁর স্তন ক্যান্সার ছিল। এবং তা তৃতীয় স্তরে পৌঁছে গিয়েছিল। তা সারাতে বড়সড় অস্ত্রোপচার করতে হয়েছিল। এরপর কেমোথেরাপিও হয়েছে। তারপর যেন নতুন জীবন পেয়েছি।

  • 7/9

শগুফতা বলেন, আমি আমার কাজের প্রতি নিবেদিতপ্রাণ ছিলাম। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলাম। আর তাই অস্ত্রোপচারের ১৭ দিন পর কাজে যোগ দিই। আর সে সময় আমার চোটও লেগেছিল।

  • 8/9

কী আর্থিক বিপর্যয়ের মধ্যে তিনি পড়েছেন জানান তিনি। বলেন, আমি নিজের গাড়ি বিক্রি করে দিয়েছি। নিজের হয়না বেচে দিয়েছি। এখন কোথাও বাইরে গেলে অটোয় করে যাই। আমি এই জগতে নিজেই নিজের পরিচয় তৈরি করেছিলাম। আমি যখন এখানে কাজ শুরু করি, তখন সামনে বা পিছনে কেউ ছিল না।

  • 9/9

তাঁর আর্তি, আমি জানি না এ ব্য়াপারে সাহায্য চাওয়া উচিত কিনা। তবে এখন বিক্রি করার জন্য আমার কাছে আর কিছু নেই। ঋণ নিয়েছি। যা শোধ করতে হবে।

Advertisement
Advertisement