যে কোনও সম্মান বা স্বীকৃতি সকল শিল্পীদের কাছে দারুণ আনন্দের। আর তা যদি হয়, টেলিভিশনের সংসারের, তাহলে তো আর কথাই নেই। তাঁদের পাশাপাশি উৎসাহ তাহকে দর্শকদের। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড।
এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে বাংলার সবচেয়ে বড় সংসারের মিলন উৎসবও বলা যায়। 'সোনায় মোড়া বাঙালিয়ানা' -এই থিম মাথায় রেখেই হয়েছিল সমস্ত আয়োজন।
জি বাংলা পরিবারের সদস্যরা তো বটেই, সেই সঙ্গে হাজির ছিলেন টলিউডের অনেকেই। শুধু তাই নয়, এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন অন্যান্য ক্ষেত্রের তারকারাও।
এক কথায় বলা চলে, এদিন চাঁদের হাট বসেছিল এই অনুষ্ঠানে। আনন্দ, উচ্ছ্বাস, আবেগে মোড়া এক মনোরম সন্ধ্যার সাক্ষী থাকলেন সকলে ।
একেবারে গ্যামারাস ও হ্যান্ডসাম লুকে নজর কেড়েছেন তারকারা। যদিও সেই ঝলক আগে থেকেই মিলেছে সোশ্যাল মিডিয়া থেকে।
জি বাংলার সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন। সেরার সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।
টেলি শিল্পীদের পরিবেশিত এই বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারবেন দর্শকেরাও।
চ্যানেলের ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা - অভিনেত্রীদের দুর্দান্ত ড্যান্স পারফরম্যান্স ছাড়াও থাকছে অনেক চমক ।
দুই টলি অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরার মজা এবং দারুণ সঞ্চালনায় নিঃসন্দেহে মন ভাল হবে দর্শকদের।
নাচের সঙ্গে রয়েছে মোনালি ঠাকুর, জাভেদ আলী, বাপ্পা লাহিড়ী, জোজো, রাঘব চট্টোপাধ্যায়ের মন মাতানো গান।
এবারের সোনার সংসারে দেখা মেলে শাসক দলের বেশ কিছু নেতা -মন্ত্রীর। উপস্থিত ছিলেন রাজনীতির 'কালারফুল' ব্যক্তি মদন মিত্র।
টলিপাড়ার তারকাদের সঙ্গে একই আসনে দেখা গেল সুজিত বসু, অরূপ বিশ্বাসের মতো মন্ত্রীদের। ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য।
ছোট পর্দা, দর্শকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোধ হয় সকলের জানা। বাঙালির ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের চর্চাতেও ঢুকতে পারে মেগাগুলি।
তাই তো টেলিভিশনের চরিত্রগুলি হয়ে ওঠে, দর্শকদের বাড়ি কিংবা একেবারে পাশের বাড়ির সদস্য।
জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড সম্প্রচার হবে ২৭ মার্চ বিকেল ৫:৩০ মিনিটে।