বাঙালির যে কোনও অনুষ্ঠানে পেটপুজো মাস্ট। আর ভুড়িভোজ সংক্রান্ত যে কোনও অনুষ্ঠান তাদের দারুণ পছন্দের। তা সে মিষ্টি পদ হোক কিংবা ঝাল, নিরামিষ হোক কিংবা আমিষ সবই থাকে বাঙালিদের পছন্দের তালিকায়।
গত প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চলছে জি বাংলার জনপ্রিয় রান্নার শো 'রান্নাঘর'। বাংলা টেলিভিশনে কোনও নন- ফিকশন শো খুব কমই এরকম উচ্চতায় পৌঁছেছে। ভারতের দীর্ঘতম চলমান রান্নার শো-গুলির মধ্যে একটি হল 'রান্নাঘর'।
'রান্নাঘর'-র সঞ্চালিকার দায়িত্ব পালন করেন সুদীপা চট্টোপাধ্যায়। শো -এর মতো তিনিও দারুণ হিট। দীর্ঘ সময় ধরে সুদীপার এই রান্নাঘর আপন করে নিয়েছেন বাংলা টেলিভিশনের দর্শকেরা।
এবার এক নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল বাংলার এই রান্নার শো। ৫০০০ পর্ব পার করল 'রান্নাঘর'। এরকম একটা সুখবর, আর উদযাপন হবে না তা কখনও হয়?
একে ৫০০০ পর্ব, তার ওপর আবার বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। একেবারে 'ডবল সেলিব্রেশন' বলা যায়। উদযাপনে সামিল হতে 'রান্নাঘর'-এ হাজির জি বাংলা পরিবারের নায়িকারা।
সোনালী চৌধুরী, শিঞ্জিনী চক্রবর্তী, শ্রীতমা মিত্র, শ্রীপর্ণা রায়ের মতো টেলি অভিনেতীরা উপস্থিত থাকবেন 'রান্নাঘর'-র দুটি পর্বে। থিম কেক কেটে, নাচে -গানে- গল্পে একেবারে জমে উঠবে পর্ব।
সেই সঙ্গে থাকবে সুস্বাদু সব খাবারের রেসিপি। অর্থাৎ ঘরে বসেই বাহারি পদগুলি রান্নার রেসিপি শেখার সুযোগ পাবেন ভোজনপ্রিয়রা। বরাবরের মতো, সুদীপা চট্টোপাধ্যায়, পদগুলিতে নতুন স্বাদ আনতে ছড়িয়ে দেবেন আধুনিক ট্যুইস্ট।
এই শো শুধুমাত্র নিত্য নতুন রান্না শেখার সুযোগ করে দেয় সকলকে তা না, এটি বিশেষত মহিলাদের প্রতিভা প্রদর্শন করার ও নিজেদের কথা শেয়ার করার একটি প্ল্যাটফর্ম।
আগামী ১ অক্টোবর বিকেল ৪.৩০ মিনিটে এবং ২ অক্টোবর বিকেল ৫.৩০ মিনিটে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।