Advertisement

মনোরঞ্জন

PHOTOS: সাত পাকে বাঁধা পড়লেন সুগন্ধা-সংকেত

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 28 Apr 2021,
  • Updated 1:41 PM IST
  • 1/9

করোনার আবহেই সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা-কমেডিয়ান সুগন্ধা মিশ্র এবং কমেডিয়ান ড. সংকেত ভোঁসলে। সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় এই টেলিভিশন তারকারা। এক সময় এঁদের দ্য কপিল শর্মা শো-তে নিয়মিত দেখা যেত। তবে কপিলের সঙ্গে সমস্যার কারণেই শো ছেড়ে বেরিয়ে যান এঁরা।

 

  • 2/9

সুগন্ধা এখনও পর্যন্ত সোশাল মিডিয়ায় বিয়ের ছবি আপলোড করেননি। তবে সংকেতের সঙ্গে আংটি বদলের ছবিগুলি ভাইরাল হয়ে বিয়ের খবর আসার পর থেকে। ছবিতে দুজনকেই দারুণ মানুয়েছে একে অপরের সঙ্গে।

  • 3/9

হোটেল কাবানা রিসর্ট অ্যান্ড স্পা-তে একেবারে সংগোপনে বিয়ে সারেন তাঁরা। হোটেলের শেফ কুন্দন সেলিব্রিটি জুটির সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তা থেকেই খবর জানা যায়। তবে সকলেই অধীর আগ্রহে বিয়ের ছবির জন্য অপেক্ষা করছেন।

  • 4/9

এর আগে মেহেন্দির দিন সুগন্ধা এবং সংকেতের একটি ভিডিও খুব ভাইরাল হয়। মেহেন্দির সময় সংকেত সুগন্ধাকে ভিডিও কল করেন। তাঁদের সেই কথোপকথন নাচ-গানের ভিডিও আপলোড করেন সোশাল মিডিয়ায়। যা সে সময় প্রবল ভাইরাল হয়।

 

  • 5/9

ভিডিওতে হাতে লাগানো মেহেন্দি দেখাচ্ছিলেন সুগন্ধ। একই ভাবে কলের ওপার থেকে নিজের হাতে লাগানো মেহেন্দি দেখান সংকেত-ও। দুজনের বন্ডিং নেটিজেনদের খুব পছন্দ হয়।

  • 6/9

মেহেন্দির সেরেমনির আগে প্রি-ওয়েডিং ফটোশুটও তাঁদের ফ্যানদের খুব পছন্দ হয়েছিল। তাঁদের রোম্যান্টিক কেমিস্ট্রি দেখার মতো ছিল।

  • 7/9

অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল সংকেত এবং সুগন্ধার সম্পর্কের বিষয়ে। পরে তাঁরা সোশাল মিডিয়ায় খোলাখুলি নিজেদের সম্পর্কের বিষয়ে জানান।

  • 8/9

সোশাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ থাকেন দুজনে। সম্পর্কের বিষয়ে কোনও রাখঢাক করেননি তাঁরা। করোনা পরিস্থিতিতে নেহাতই সাদামাটা অনুষ্ঠআন করে বিয়েটা সারলেন তাঁরা।

  • 9/9

ছবি সৌজন্য: সুগন্ধা মিশ্র-র এবং সংকেত ভোঁসলের ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement
Advertisement