বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে স্টার জলসা এবং এই চ্যানেলের ধারাবাহিকগুলি খুবই কাছের। সম্প্রতি হয়ে গেল 'স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড' ২০২১।
ধীরে ধীরে ধারাবাহিকের বিভিন্ন চরিত্র শ্রীময়ী, জবা, মোহর, গুনগুন এবং অন্যান্যরা লক্ষ লক্ষ পরিবারের সবচেয়ে প্রিয় সদস্য হয়ে উঠেছে।
ঠিক সেরকমই তাঁদের কাছের মনে করেন 'জলসা পরিবার' -র প্রতিটা সদস্য। জীবনের সমস্ত আবেগ পর্দার দুই পাড়ে একসঙ্গে উদযাপন করেন তাঁরা।
আগামী ৪ এপ্রিল, রবিবার গোটা বাংলা একই সঙ্গে দীর্ঘ ছয় ঘন্টার এই মেগা ইভেন্টের সাক্ষী হবেন। যা দেখা যাবে স্টার জলসা ও স্টার জলসা এইচডি চ্যানেলে।
সন্ধ্যা ৫ টায় হবে এক ঘন্টা ব্যাপী কার্টেন রেজার পর্ব। যেখানে জলসা পরিবহনের সদস্যরা একটি আকর্ষণীয় প্রবাল (কল্পিত) দ্বীপ - ঝিনুক দ্বীপ ভ্রমণ করবেন। পরিবারের সদস্যদের দেখা যাবে তাঁরা ক্রুজে করে দ্বীপে পৌঁছেছেন।
গোটা ইভেন্টে দর্শকেরা দেখতে পারবেন, তাঁদের প্রিয় চরিত্রেরা বিভিন্ন মজাদার গেমস খেলছেন। সেই সঙ্গে থাকবে তাঁদের মজার কথোপকথন, স্মরণীয় মুহূর্ত ও জমাট পারফরমেন্স।
সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে বাংলার মেগা কার্নিভাল, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস।
চ্যানেলের প্রতিটা ধারাবাহিকের চরিত্র একে অপরকে কার্যত টেক্কা দেবেন।
'মোহর'-র জুটি মোহর-শঙ্খের রোম্যান্টিক নাচ দেখতে পাবেন সকলে।
থাকবে 'গঙ্গারাম' ধারাবাহিকের গঙ্গারাম- টায়রাও। এই জুটির রসায়ন ফুটে উঠবে মঞ্চে।
একই সঙ্গে স্টেজ শেয়ার করবেন নোয়া-কিয়ান এবং আবির- নিরুপমা। অর্থাৎ 'দেশের মাটি' এবং 'ওগো নিরুপমা'-র মুখ্য চরিত্রেরা।
সেই সঙ্গে থাকছে আরও এক চমক। সুপারস্টার দেব এবং রুক্মিণীর পারফরমেন্স।
অঙ্কুশ হাজরার পারফরম্যান্সে মঞ্চে রীতিমতো আগুন জ্বলবে।
এছাড়াও থাকছে মনামী ঘোষের নেতৃত্বে ডান্স ডান্স জুনিয়র সিজন ২-র অংশগ্রহণকারীদের মঞ্চ মাতানো পরিবেশন।
হাজির থাকবেন সুরের জাদুকর কুমার শানুও।
এখানেই শেষ নয়! দর্শকদের জন্য রয়েছে প্রথমবার মহাগুরু মিঠুন চক্রবর্তী ও যিশু সেনগুপ্তের সঞ্চালনাও। সম্পূর্ণ অনুষ্ঠানে দুজনের বিভিন্ন মজার মুহূর্তের সাক্ষী হবেন সকলে।
প্রিয় মা, প্রিয় মেয়ে, প্রিয় জুটি, প্রিয় পরিবার সহ আরও একাধিক পুরষ্কার বিভাগ রয়েছে। এই বছর, এই অ্যাওয়ার্ড শোয়ের জ্যুরি প্যানেলে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী, অর্পিতা চ্যাটার্জী এবং হরনাথ চক্রবর্তী।
'স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড' ২০২১ -র পরিচালক ও প্রযোজক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান, "'স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড' প্রোজেক্টটি সমানভাবে উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং ছিল। জলসার সমস্ত চরিত্র, তারকা, সুপারস্টার, অভিনেতা এবং কলা কুশলীদের অক্লান্ত পরিশ্রমে এটি সম্ভব হয়েছে। আমরা নিশ্চিত যে গোটা টিমের কঠোর পরিশ্রম বাঙালি বিনোদনে একটি নতুন বেঞ্চমার্ক তৈরি করবে।"
স্টার জলসার চ্যানেলের মুখপাত্র বলেছেন, “'স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড' প্রতিটি বাঙালি পরিবারে উদযাপিত একটি উৎসবের মতো। অতিমারীর এই এক বছর অতিবাহিত করার পরে, ভাল কনটেন্ট তৈরি করার প্রয়োজনীয়তা গুরুতর। আমরা একতার এই চেতনা উদযাপন করতে স্টার জলসা পরিবার এগিয়ে এসেছি। এরকম রাজকীয় ভাবে আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আশা করি আমাদের প্রিয় দর্শকেরা এটি ভালবেসে উপভোগ করবেন। "