বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। সে তালিকায় নাম যোগ হতে চলেছে জি বাংলার 'কে প্রথম কাছে এসেছি'-র।
চলতি মাসের শেষ দিকেই 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচার হবে। ১০ সেপ্টেম্বর শেষ দিনের শ্যুটিং করবে গোটা টিম। মাত্র তিন মাসেই কোপ পড়তে চলছে এই মেগার উপর। মোহনা মাইতি, সায়ন বসু ও ছোট্ট রাধিকা কর্মকারের এই সিরিয়াল শুরু থেকে দর্শক বেশ পছন্দ করলেও, তার প্রভাব রেটিং চার্টে বিশেষ দেখা যায়নি। শোনা যাচ্ছে, কম টিআরপি-র জন্যই বন্ধ হচ্ছে এই ধারাবাহিকটি।
ঋকদেব ও মধুবনীর গল্প নিয়ে শুরু হলেও, ধারাবাহিকের কেন্দ্রে ছিল ছোট্ট মিহি। একা মায়ের জীবন সংগ্রামের পাশাপাশি সারোগেসি, সব মিলিয়ে ভাল রেটিং পেতে এবং দর্শক মনে জায়গা করে নিতে সম্প্রতি নতুন ট্যুইস্টও এসেছিল। তবে শেষ রক্ষা হল না। শেষ হতে চলেছে ধারাবাহিকটি।
জি বাংলার 'গৌরী এল' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মোহনা মাইতি। এই মেগা দারুণ সফল হয়। এরপর 'কে প্রথম কাছে এসেছি'-র মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করেন অভিনেত্রী। যদিও এবার মোহনার ঘরে ফেরা সফল হল না। অন্যদিকে, কালার্স বাংলার সিরিয়াল 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকটি শেষ হওয়ার পর সায়ন বোসকে দেখা যায় এই মেগাতে।
প্রসঙ্গত, 'কে প্রথম কাছে এসেছি'-র জায়গা নিচ্ছে নতুন মেগা 'আনন্দী'। নতুন এই ধারাবাহিকে ফিরছেন 'এই পথ যদি না শেষ হয়' জুটি অন্বেষা হাজরা- ঋত্বিক মুখোপাধ্যায়। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সোম- রবিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে দেখা যাবে 'আনন্দী'। এদিকে সেই সময় স্টার জলসায় দেখা যায় 'গীতা এলএলবি'। এই মেগাটি টিআরপি তালিকায় প্রথম তিনে থাকে। ফলে 'গীতা'-কে টক্কর দিয়ে দর্শক মনে কতটা জায়গা করতে পয়ারে, সেটাই এখন দেখার।