বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তী অভিনেতা উত্তম কুমারকে (Uttam Kumar) বাংলার মহানায়ক বলা হয়। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা ছিল বিস্তর। সিনেমার মতোই তাঁর ব্যক্তিগত জীবনেও ছিল বহু কাহিনি। টলিউডের একাধিক নায়িকার নাম জড়িয়েছিল তার সঙ্গে। বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি সম্পর্ক রেখেছিলেন তৎকালীন টলিউড নায়িকা সুপ্রিয়া দেবীর সঙ্গে।
উত্তম কুমারের মতোই দুটি বিয়ে ছেলে গৌতমের
বাবা উত্তম কুমারের পথই অনুসরণ করেছিলেন ছেলে গৌতমও। মহানায়কের মতো তিনিও দুবার বিয়ে করেন। তাঁর প্রথম স্ত্রী হলেন সুমনা চট্টোপাধ্যায়। উত্তম কুমার অবশ্য সুমনা-গৌতমের বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দিয়ে গিয়েছিলেন। গৌতম ও সুমনার সন্তান হলেন গৌরব (Gourab Chatterjee)। পরে অবশ্য ফের বিয়ে করেছিলেন উত্তম-পুত্র।
আরও পড়ুন: Swastika Dutta: কালো ড্রেসে 'উষ্ণ' স্বস্তিকা, সোশ্যাল মিডিয়ায় VIRAL
একই বাড়িতে থাকেন উত্তম কুমারের দুই পুত্রবধূ
শোনা যায়, গৌতমের দ্বিতীয় স্ত্রী মহুয়া চট্টোপাধ্য়ায়কে গান্ধর্বমতে বিয়ে করে ঘরে তুলেছিলেন তিনি। কিন্তু উত্তম কুমারের পরিবারে সেই নিয়ে কোনও ঝামেলা-অশান্তি হয়নি। কারণ চট্টোপাদ্যায় পরিবারের মান-সম্মান ধূলোয় মিশে যাক সেটা কখনই কেউ চাননি। তাই সতীন হলেও একই পরিবার একই বাড়িতে বোনের মতোই সদ্ভাব নিয়ে থেকেছেন মহুয়া-সুমনা। এমনকী গৌরবের সঙ্গেও তাঁর দুই মায়ের সম্পর্ক খুবই ভালো।
আরও পড়ুন: Devlina Kumar: বনেদি বাড়ির বধূ বেশে দেবলীনা, খোলা পিঠে উষ্ণতা ছড়ালেন নেট দুনিয়ায়
দুই শাশুড়ির সঙ্গেই থাকেন দেবলীনা
গৌরব চট্টোপাধ্যায় বিয়ে করেছেন বিধায়ক দেবাশিষ কুমারের কন্যা ও অভিনেত্রী দেবলীনা কুমারকে। কিন্তু গৌরব-পত্নী দেবলীনাও এই বিষয়টিকে খুবই সাবলীলভাবে নিয়েছেন। দুই শাশুড়ির সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে দেবলীনা নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে মহুয়া কমেন্ট করেছেন। বৌমার প্রশংসায় পঞ্চমুখ তিনি। এখান থেকেই স্পষ্ট হয় শাশুড়ি এবং বৌমার মধ্যে মিল কতখানি।
আরও পড়ুন: Devlina Kumar: 'লজ্জাই নারীর ভূষণ...'! খোলা পিঠে ভিডিও শেয়ার করতেই নিন্দুকদের কটাক্ষ দেবলীনাকে
টেলিভিশন থেকে জনপ্রিয়তা পান
উল্লেখ্য, গৌরব বর্তমানে বাংলা সিরিয়ালে অভিনয় করছেন। উত্তম কুমারের নাতি টলিউডে কেবল হাতে গোনা কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন। তবে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন বাংলা সিরিয়াল থেকে। জি বাংলার ‘করুনাময়ী রানী রাসমণি’র মথুর বাবু হিসেবে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন।
গৌরবের মতো দেবলীনার কেরিয়ারও এখন তুঙ্গে
গৌরব বর্তমানে স্টার জলসাতে গাঁটছড়া সিরিয়ালের নায়কের ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে তার স্ত্রী দেবলীনা কুমারও এখন অভিনয় দুনিয়াতে বেশ ভালই কাজ করছেন। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। সেই সঙ্গে বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজেও কাজ করতে দেখা যাচ্ছে তাঁকে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ও ভিডিও বেশ ভাইরাল হয়।