Advertisement

Television Actress Madhyamik Preparations: ফেব্রুয়ারিতে মাধ্যমিক! ১৪ ঘণ্টা শ্যুট করে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন লাজো, কুসুমরা?

ধারাবাহিক চলাকালীনই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ভাল রেজাল্টও করেছেন। ঐশানী দে, মোহনা মাইতিরাও শ্যুটিংয়ের ফাঁকে পড়াশোনা করেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। 

তনিষ্কা ও সাইনা  তনিষ্কা ও সাইনা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 6:09 PM IST

মেগা সিরিয়ালের নায়িকাদের অনেকেই স্কুলের গণ্ডি পেরোনোর আগেই ছোট পর্দার কাজ শুরু করেন। নিয়মিত অভিনয়ের পাশাপাশি চলে পড়াশোনাও। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় 'করুণাময়ী রাণী রাসমণি'-র সেটেই বইখাতা নিয়ে আসতেন। ধারাবাহিক চলাকালীনই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ভাল রেজাল্টও করেছেন। ঐশানী দে, মোহনা মাইতিরাও শ্যুটিংয়ের ফাঁকে পড়াশোনা করেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। 

এবছর মাধ্যমিক দেবেন দুই টেলি নায়িকা। পর্দার কুসুম ও লাজো অর্থাৎ অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি ও সাইনা চট্টোপাধ্যায় দু'জনেই দশম শ্রেণির ছাত্রী। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে পরীক্ষা। দু'জনেই ধারাবাহিকের মুখ্য চরিত্রে কাজ করেন। ফলে অত্যন্ত ব্যস্ততা থাকে সেটে। ১৪ ঘণ্টা কাজ করে কীভাবে পড়াশোনা করছেন দু'জনে? সময় মতো ছুটি নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন দু'জনে। সংবাদমাধ্যমের কাছে শেয়ার করেছেন দুই অভিনেত্রী।

তনিষ্কা জানিয়েছেন, "বই নিয়েই শ্যুটিংয়ে আসি আমি। আর বেশিদিন বাকি নেই পরীক্ষার। শ্যুটিংয়ের পরে অনলাইন ক্লাস করি। বন্ধুরাও আমাকে সাহায্য করছে। স্কুলের ম্যামরা আমাকে সময় মতো নোট্‌স দিচ্ছেন। চেষ্টা করছি সময় নষ্ট না করার। এক্ষেত্রে শ্যুটিংয়ের সকলেই পাশে রয়েছেন।" 

অন্যদিকে সাইনার পরীক্ষার জন্য আগে থেকেই 'কনে দেখা আলো'-র ব্যাঙ্কিং হচ্ছে। সাইনার মা সংযুক্তা চট্টোপাধ্যায় বলেন, "প্রযোজনা সংস্থা খুবই সাহায্য করছে ডলকে (সাইনা)। শটের ফাঁকে তো পড়তেই হবে। ওর কলটাইমও অনেকটা দেরিতে দিচ্ছেন ওরা। যাতে সকালটা পড়াশোনা করতে পারে।" 

প্রসঙ্গত, 'কনে দেখা আলো' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাইনা চট্টোপাধ্যায়। এই মেগার মাধ্যমেই প্রথমবার মুখ্য চরিত্রে পা রাখেন, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা। তনিষ্কাকে দেখা যাচ্ছে 'কুসুম'-এ। নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই সকলের মন জয় করেছেন দু'জনেই। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement