
বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। মাঝে আশাহত হয়েছিলেন দর্শকরা। তবে নতুন অপর্ণা আসার পরে রমরমিয়ে চলছে 'চিরদিনই তুমি যে আমার'-র গল্প। প্রথমে নানা মতভেদ থাকলেও, দিতিপ্রিয়া রায়ের জায়গায় শিরিন পালকে আপন করে নিয়েছে দর্শক। রেটিং চার্টেও ভালই পারফরম্যান্স 'চিরদিনই তুমি যে আমার'-র। শেষ প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় ষষ্ঠ স্থানে থাকা এই মেগার স্কোর ছিল ৬.১।
আর্য-অপর্ণার মাখোমাখো প্রেম- রোম্যান্স ইতিমধ্যেই বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। এদিকে ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী বিরাট আয়োজন করে অপর্ণাকে বিয়ের প্রস্তাব দেয় আর্য। সেই প্রস্তাবে রাজি হয় অপর্ণা। যদিও অপর্ণার বাবা- মা জানতে পারে আর্যর অতীত। তারা মেয়ের বিয়ে বা এই সম্পর্ক নিয়ে বেঁকে বসে। পরে অপর্ণা তাদের জানায়, সে সবটাই জানে এবং সেই অতীতের এখন আর কোনও অস্তিত্ব নেই। কিছুটা নিশ্চিন্ত হয় তারা।
এদিকে একে অপরকে আরও চোখে হারাচ্ছে আর্য-অপর্ণা। রাতে সকলের আড়ালে অপর্ণার সঙ্গে ছাদে দেখা আর্য। চুটিয়ে প্রেম করার সময় মায়ের কাছে ধরা পড়তে- পড়তেও পড়েনি জুটি। এদিকে নতুন প্রোমো আসার পর একদিকে দর্শকেরা দারুণ খুশি। অন্যদিকে কিছুটা ভয়ে রয়েছে, এবার কী হবে? আসলে 'চিরদিনই তুমি যে আমার'-র বিয়ের পর্বের ঝলক সামনে আসতেই, এই মেগার ভক্তদের আনন্দের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় তারা লিখছেন, 'এই দিনটার অপেক্ষায় ছিলেন তারা'। এদিকে এই পোস্টের কমেন্ট বক্সেও দিতিপ্রিয়াকে তুলোধনা করতে ছাড়েননি নেটিজেনদের অনেকেই।
এবার আসা যাক, এত ভালর মধ্যে কী নিয়ে ভয়। আসলে প্রোমোতে দেখা গেছে, আর্য প্রথম স্ত্রীর এন্ট্রি হচ্ছে। এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েল দে-কে। এবার প্রশ্ন তাহলে কি শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধতে পারবে আর্য- অপর্ণা? নাকি বিয়ের হলেও নতুন সংসারে বাধা হয়ে দাঁড়াবে আর্যর প্রাক্তন? কোন দিকে এগোবে মেগার গল্প, এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, বেশ কিছু মাস ধরে শিরোনামে 'চিরদিনই তুমি যে আমার'। গল্প, টিআরপি নয়, ধারাবাহিকের নায়ক- নায়িকার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরে বারবার আলোচনায় আসে এই ধারাবাহিক। এর আগে সমস্যা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধ চলতে থাকে পর্দার সেসময়ের অপর্ণা ও আর্যর। সম্প্রতি ফের সামনে আসে দুই অভিনেতার দ্বন্দ্ব। সমস্যা এতটাই বাড়ে যে, ফেডারেশনের সঙ্গে মিটিংয়ে বসতে হয়। এরপর থেকেই স্টুডিওপাড়ায় শোনা যায় নানা কথা। প্রথমে জিতু কমল মেগা ছাড়ার কথা বলেন। তবে তিনি ফিরলেও, শেষমেশ 'চিরদিনই তুমি যে আমার' থেকে বিদায় নেন দিতিপ্রিয়া রায়। এরপর অবশেষে নতুন অপর্ণাকে পাওয়া যায়। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জিতুর বিপরীতে দেখা যাচ্ছে শিরিন পালকে।