Advertisement

#khorkuto: পুটুপিসির বিয়ের মাঝেও মন খারাপ বাবিনের, কেন জানেন?

বিয়ের আবহে বাড়ির পরিবেশ সম্পূর্ণ জমজমাট হয়ে উঠেছে বলেই হয়তো বাবিনের এই চিত্ত কৈবল্য কারও চোখে পড়ছে না চট করে। পুটুপিসির গায়ে হলুদের সময় বাবিনকে চুপি চুপি বলতে শোনা যায়, 'বাড়িতে যত লোকই থাক মহারানিটা নেই, সেটা কিন্তু বেশ চোখে পড়ছে।

খড়কুটো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2021,
  • अपडेटेड 8:36 AM IST
  • মুখোপাধ্যায় পরিবারে ফের একবার বিয়ের সানাই বেজে উঠেছে
  • নাচ-গান-আনন্দে বাড়ি কানায় কানায় পূর্ণ। কিন্তু এত পূর্ণতার মাঝেও বিষন্ন বাবিন
  • বাবিনকে চুপি চুপি বলতে শোনা যায়, 'বাড়িতে যত লোকই থাক মহারানিটা নেই, সেটা কিন্তু বেশ চোখে পড়ছে

মুখোপাধ্যায় পরিবারে ফের একবার বিয়ের সানাই বেজে উঠেছে। নাচ-গান-আনন্দে বাড়ি কানায় কানায় পূর্ণ। কিন্তু এত পূর্ণতার মাঝেও বিষন্ন বাবিন। কিন্তু কেন? কারণটা অবশ্য খড়কুটোর (khorkuto) দর্শকরা ভালো আন্দাজ করতে পারছেন। অনেক চড়াই উতড়াই পেরিয়ে বাবিনের মুখ থেকে ভালোবাসি কথাটি শুনতে পয়েছে গুনগুন। আর সেই গুনগুন যদি এত আনন্দের সময় দূরে থাকে তবে বাবিনের খারাপ তো লাগবেই।

বিয়ের আবহে বাড়ির পরিবেশ সম্পূর্ণ জমজমাট হয়ে উঠেছে বলেই হয়তো বাবিনের এই চিত্ত কৈবল্য কারও চোখে পড়ছে না চট করে। পুটুপিসির গায়ে হলুদের সময় বাবিনকে চুপি চুপি বলতে শোনা যায়, 'বাড়িতে যত লোকই থাক মহারানিটা নেই, সেটা কিন্তু বেশ চোখে পড়ছে। নিজের মনের কাছে অস্বীকার করে তো লাভ নেই, না থাকলে সত্যিই ভালো লাগে না।'

এখানে মহারানি কে, তা আন্দাজ করার জন্য কোনও পুরস্কার নেই। ঠিকই ধরেছেন, ধারাবাহিকের মহারানি তো অবশ্যই গুনগুন। ওর না থাকাটা ধারাবাহিকের প্লটও খানিকটা যেন ফাঁকা করে দিয়েছে। এ দিকে বাবিন যে গুনগুনকে খুব ভালোবেসে ফেলেছে তা এক প্রকার নিজের মুখে স্বীকারই করেছে আগের পর্বে। এ কথা শোনার পর থেকে গুনগুনের মনেও আনন্দের সীমা নেই। পরিবারের সকলকে বলেও বেরিয়েছে সে। অবশ্য গুনগুন যদি না জানাত, তবুও তাঁরা জেনেই গিয়েছিলেন। সকলেই দরজার বাইরে দাঁড়িয়ে বাবিন আর গুনগুনের একান্ত আলাপচারিতা শুনতে ব্যস্ত ছিলেন।

আগামী পর্ব গুলিতে গুনগুনের ফিরে আসা এবং পুটুপিসির বিয়ে নিয়ে আরও কী কী কাণ্ড হয় তার দিকে আপাতত তাকিয়ে দর্শকরা। আর হবে না-ই বা কেন, দর্শকদের বিচারে লাগাতার ৫ সপ্তাহ ধরে রেটিংয়ে সব ধারাবাহিককে টেক্কা দিচ্ছে খড়কুটো। তাই উৎসাহ থাকাটাই স্বাভাবিক।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement