Advertisement

Khorkuto Actor Koushik Roy BJYM Dakshin Murshidabad President : বিজেপি যুব মোর্চার দক্ষিণ মুর্শিদাবাদ সভাপতি 'খড়কুটো'র বাবিন

Khorkuto Actor Koushik Roy BJYM Dakshin Murshidabad President: বিজেপির যুব সংগঠনে কিছু রদবদল হল। বৃহস্পতিবার নতুন কয়েকটা জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি হয়েছেন অভিনেতা কৌশিক রায়।

অভিনেতা কৌশিক রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2022,
  • अपडेटेड 12:49 AM IST
  • বিজেপির যুব সংগঠনে কিছু রদবদল হল
  • বৃহস্পতিবার নতুন কয়েকটা জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে
  • দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি হয়েছেন অভিনেতা কৌশিক রায়

Khorkuto Actor Koushik Roy BJYM Dakshin Murshidabad President: বিজেপির যুব সংগঠনে কিছু রদবদল হল। বৃহস্পতিবার নতুন কয়েকটা জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি হয়েছেন অভিনেতা কৌশিক রায়। একুশের বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। 

তিনি জনপ্রিয় বাংলা সিরিয়াল 'খড়কুটো'য় অভিনয় করছেন। সেখানে তাঁর নাম সৌজন্য, ডাকনাম বাবিন। এক গবেষকের ভূমিকায় দেখা যায় তাঁকে। এই সিরিয়ালের কারণে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে, সন্দেহ নেই। তবে তা শেষের দোরগোড়ায়। মানে খুব শিগিরি সেই সিরিয়াল শেষ হতে চলেছে বলে খবর।

তারকার ছড়াছড়ি
বিধানসভা ভোটের আগে বাংলা অভিনয় জগতের অনেকে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁদের মধ্যে অনেকে ভোটে লড়ার সুযোগও পেয়েছিলেন। তবে ফলাফল খুব একটা ভাল হয়নি বিজেপির তারকা প্রার্থীদের। বেশিরভাগই হেরে গিয়েছিলেন। এঁদের মধ্যে অনেকে আবার পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসও অনেক অভিনতা-অভিনেত্রীকে ভোটে লড়ার সুযোগ করে দিয়েছিল।

আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোম পছন্দ ৮২ শতাংশ কর্মীর, বলছে সমীক্ষা

আরও পড়ুন: বাঁকুড়ার বড়জোড়ায় গরু বাঁধার জায়গাতেও TMC-BJP-র মধ্যে মারামারি, আহত ১২

আরও পড়ুন: পলিসি হোল্ডাররা কম দামে পাবেন এলআইসি-র শেয়ার, কীভাবে?

যুব মোর্চার বাকিরা
এদিন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ কলকাতা জেলার সভাপতি হয়েছে অঙ্কিত দেব, দক্ষিণ মুর্শিদাবাদে কৌশিক রায়, বসিরহাটে পলাশ সরকার, বিষ্ণুপুরে আবির মুখোপাধ্য়ায়, ব্যারাকুপুর জেলার দায়িত্ব পেয়েছেন বিমলেশ তেওয়ারি, শিলিগুড়িতে অরিজিৎ দাস, ঘাটালে কৃষ্ণেন্দু জানা, উত্তর মুর্শিদাবাদে কৌশিক দাস।

একুশের বিধানসভা ভোট
২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি দাবি করেছিল, তারা শাসন ক্ষমতার দায়িত্বে আসবে। পাবে ২০০-র বেশি আসন। তা পূরণ হয়নি। তবে বিজেপি রেকর্ড সংখ্যক সিটে জিতেছিল। তারা ৭৭টি বিধানসভা কেন্দ্রে জিতেছিল। তার আগের ভোটে, মানে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তাদের বিধায়ক সংখ্যা ছিল ৩।

Advertisement

বিজেপিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বারের জন্য ক্ষতায় আসে তৃণমূল। তবে তিনি ভোটে হেরে গিয়েছিলেন। তিনি লড়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে। তাঁর বিরুদ্ধে লড়েছিলেন বিজেপি শুভেন্দু অধিকারী। পরে ভাবনীপুর বিধানসভা উপনির্বাচনে জিতেছিলেন মমতা।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement